নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবার অঙ্গীকার করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বদলগাছী উপজেলার কমিউনিটি সেন্টারে আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত “ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনাদের ভাষা সংরক্ষণ করা প্রয়োজন। যেখানে ভাষার চর্চা হবে, সেখানে আমি এলাকায় ভাষা ও সাংস্কৃতি একাডেমি তৈরি করবো।”
এসময় তিনি আরও বলেন, “আমি রাজনীতিতে আসার পর এই এলাকার কোনো নেতাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে কখনো কথা বলতে দেখিনি। আপনাদের উন্নত না করলে বাংলাদেশ পিছিয়ে যাবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উন্নত করতে হবে। শিক্ষার প্রসারের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করে আলোকিত সমাজ গঠন সম্ভব।”
ফজলে হুদা বাবুল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “বছরে ৪-৫ মাস বেকার থাকেন, সেই সময়কে শিক্ষার জন্য ব্যবহার করুন। মেধাবী শিক্ষার্থীদের আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছি। সরকারি সহায়তার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না। শতভাগ সুবিধা পাবেন। আপনারা যে প্রতিভা ও সাংস্কৃতিক সৃজনশীলতা ধারণ করেছেন, তা বিকশিত করতে আমি যা প্রয়োজন, তাই করব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান, সাধারণ সম্পাদক সনাতন পাহান, রূপবতী রাণী, মমতা লাকড়া ও অন্যান্য নেতা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়।






















