দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে তিনি শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আবারও স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমও পৃথক এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিক্রিয়া এবং আলোচনা অব্যাহত রয়েছে।
এমআর/সবা























