০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালট অনিয়মের অভিযোগে ইসিতে ছাত্রদলের প্রতিনিধি দল

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় বসতে ইসিতে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করে। সেখানে তারা ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে আলোচনা করেন।

এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। প্রতিনিধি দলের সদস্যরা ইসির সঙ্গে আলোচনায় অংশ নেবেন।

তিনি জানান, আলোচনার আগে নিজেদের মধ্যে বিষয়গুলো নিয়ে প্রস্তুতি সভা করা হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ব্যালট অনিয়মের অভিযোগে ইসিতে ছাত্রদলের প্রতিনিধি দল

আপডেট সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় বসতে ইসিতে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করে। সেখানে তারা ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে আলোচনা করেন।

এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। প্রতিনিধি দলের সদস্যরা ইসির সঙ্গে আলোচনায় অংশ নেবেন।

তিনি জানান, আলোচনার আগে নিজেদের মধ্যে বিষয়গুলো নিয়ে প্রস্তুতি সভা করা হয়।

শু/সবা