রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে পূজার আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
দেবী সরস্বতী হলেন জ্ঞান, শিক্ষা, শিল্পকলা, সঙ্গীত, ভাষা ও সংস্কৃতির অধিষ্ঠাত্রী দেবী, যিনি শ্বেত বসনে বীণা হাতে রাজহাঁসে বা পদ্মের ওপর উপবিষ্ট থাকেন; তিনি সরস্বতী নদী থেকে উদ্ভূত, ব্রহ্মা বা কৃষ্ণের শক্তি থেকে সৃষ্ট বলে বিশ্বাস করা হয়, এবং বসন্ত পঞ্চমী (মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী) তিথিতে তাঁর পূজা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানালোক বিতরণ করেন। সরস্বতী দেবী শুধু একটি ধর্মীয় চরিত্র নন, বরং মানব সভ্যতার এক মৌলিক চেতনা ও জ্ঞান সাধনার অবিচ্ছেদ্য অংশ।
সকাল ৬টায় শহীদ বরকত মিলনায়তনে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ৮টা ৩০ মিনিটে পূজারম্ভ এবং ৯টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ করা হয়।
সবশেষে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পূজার সমাপ্তি ঘোষণা করা হয়।
পূজায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
শু/সবা


























