দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানী বেপরোয়া” এই শ্লোগানে নড়াইলে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও স্বাবলম্বীর যৌথ আয়োজনে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান। প্রধান আলোচকের ভূমিকায় ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা কামাল, কাজী আনিচুর রহমান, ফরদাহ খান, ইমরান হোসেন, স্বাবলম্বীর সমন্বয়কারী স্বপ্না রাণী রায় প্রমুখ। এছাড়াও এ সময়ে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান বলেন, তামাক ব্যবহার জনিত রোগে প্রতি বছর বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজার মানুষ মারা যায় এবং ১৫ লক্ষাধিক মানুষ তামাকজনিত নানা জটিল রোগে ভূগছে। এছাড়াও হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সারের মত ভয়াবহ রোগের অন্যতম কারণ এই তামাকের ব্যবহার। তামাকের ক্ষতি থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু বৃটিশ আমেরিকা টোবাকো কোম্পানি(বিএটি) ও জাপান টোব্যাকো কোম্পানি (জেটিআই) ‘কোম্পানি আইন’ লংঘনসহ বিদ্যমান আইনটি সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।




















