১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে তামাক কোম্পানীর অপতৎপরতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৫:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • 73
দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানী বেপরোয়া” এই শ্লোগানে নড়াইলে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও স্বাবলম্বীর যৌথ আয়োজনে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান। প্রধান আলোচকের ভূমিকায় ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা কামাল, কাজী আনিচুর রহমান, ফরদাহ খান, ইমরান হোসেন, স্বাবলম্বীর সমন্বয়কারী স্বপ্না রাণী রায় প্রমুখ। এছাড়াও এ সময়ে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান বলেন, তামাক ব্যবহার জনিত রোগে প্রতি বছর বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজার মানুষ মারা যায় এবং ১৫ লক্ষাধিক মানুষ তামাকজনিত নানা জটিল রোগে ভূগছে। এছাড়াও হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সারের মত ভয়াবহ রোগের অন্যতম কারণ এই তামাকের ব্যবহার। তামাকের ক্ষতি থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু বৃটিশ আমেরিকা টোবাকো কোম্পানি(বিএটি) ও জাপান টোব্যাকো কোম্পানি (জেটিআই) ‘কোম্পানি আইন’ লংঘনসহ বিদ্যমান আইনটি সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

নড়াইলে তামাক কোম্পানীর অপতৎপরতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানী বেপরোয়া” এই শ্লোগানে নড়াইলে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও স্বাবলম্বীর যৌথ আয়োজনে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান। প্রধান আলোচকের ভূমিকায় ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা কামাল, কাজী আনিচুর রহমান, ফরদাহ খান, ইমরান হোসেন, স্বাবলম্বীর সমন্বয়কারী স্বপ্না রাণী রায় প্রমুখ। এছাড়াও এ সময়ে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান বলেন, তামাক ব্যবহার জনিত রোগে প্রতি বছর বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজার মানুষ মারা যায় এবং ১৫ লক্ষাধিক মানুষ তামাকজনিত নানা জটিল রোগে ভূগছে। এছাড়াও হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সারের মত ভয়াবহ রোগের অন্যতম কারণ এই তামাকের ব্যবহার। তামাকের ক্ষতি থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু বৃটিশ আমেরিকা টোবাকো কোম্পানি(বিএটি) ও জাপান টোব্যাকো কোম্পানি (জেটিআই) ‘কোম্পানি আইন’ লংঘনসহ বিদ্যমান আইনটি সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।