০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালাও পুড়াও হরতাল-অবরোধ চাননা সাধারণ ভোটাররা

ফিরোজ আহম্মেদ,রাজবাড়ী প্রতিনিধি

হরতালের পর চলছে বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের সর্বাত্মক টানা অবরোধ । অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ বুধবার। অবরোধ দিলেও এর প্রভাব পড়েনি রাজবাড়ীতে। স্বাভাবিক রয়েছে জনজীবন। অবরোধের নামে যাতে কেউ কোন ধরণের সহিংসতা করতে না পারে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ রাজবাড়ী।

এদিকে হরতালের পর অবরোধ ঘোষণা করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ভোটাররা। কোন ধরণের হরতাল-অবরোধ, মানুষ হত্যা, সহিংসতা ও জ্বালাও-পোড়ায় চাননা তারা। সংবিধান অনুযায়ী সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের। সরকারের কাছে শান্তিময় পরিবেশে নির্বাচন সম্পন্ন করার সকল ব্যবস্থার নিশ্চয়তা চান তারা।

বুধবার (১ নভেম্বর) সকাল ৯টা দিকে রাজবাড়ী শহর ঘুরে দেখা যায়, অবরোধ প্রতিহত করতে মাঠে রয়েছেন সরকারদলীয় নেতাকর্মী। অবরোধের নামে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা যাতে কোন ধরণের অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সকাল থেকেই তারা সড়ক দখলে রেখেছেন। তবে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি মাঠে।

অন্যদিকে অবরোধের অযুহাতে কেউ যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটাতে পারে সেদিকে সতর্ক রয়েছেন জেলা পুলিশ। ভোর থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন ও টহল জোড়দার করেছেন। নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ যাতে যাতায়ত ও তাদের কাজ সম্পন্ন করতে পারে সেজন্য দায়িত্ব পালন করছেন তারা।

একাধিক ভোটার সবুজ বাংলাকে জানান, তারা কোন ধরণের হরতাল-অবরোধ চাননা। নির্বাচনের নামে যারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করবে তাদেরকে বয়কট করা হবে। মানুষ হত্যা ও অগ্নিসংযোগ মোটেও গ্রহণযোগ্য নয়। সরকারের কাছে সুষ্ঠ নির্বাচন ও ভোটাধিকার নিশ্চয়তা চান তারা।

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

জ্বালাও পুড়াও হরতাল-অবরোধ চাননা সাধারণ ভোটাররা

আপডেট সময় : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

ফিরোজ আহম্মেদ,রাজবাড়ী প্রতিনিধি

হরতালের পর চলছে বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের সর্বাত্মক টানা অবরোধ । অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ বুধবার। অবরোধ দিলেও এর প্রভাব পড়েনি রাজবাড়ীতে। স্বাভাবিক রয়েছে জনজীবন। অবরোধের নামে যাতে কেউ কোন ধরণের সহিংসতা করতে না পারে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ রাজবাড়ী।

এদিকে হরতালের পর অবরোধ ঘোষণা করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ভোটাররা। কোন ধরণের হরতাল-অবরোধ, মানুষ হত্যা, সহিংসতা ও জ্বালাও-পোড়ায় চাননা তারা। সংবিধান অনুযায়ী সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের। সরকারের কাছে শান্তিময় পরিবেশে নির্বাচন সম্পন্ন করার সকল ব্যবস্থার নিশ্চয়তা চান তারা।

বুধবার (১ নভেম্বর) সকাল ৯টা দিকে রাজবাড়ী শহর ঘুরে দেখা যায়, অবরোধ প্রতিহত করতে মাঠে রয়েছেন সরকারদলীয় নেতাকর্মী। অবরোধের নামে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা যাতে কোন ধরণের অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সকাল থেকেই তারা সড়ক দখলে রেখেছেন। তবে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি মাঠে।

অন্যদিকে অবরোধের অযুহাতে কেউ যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটাতে পারে সেদিকে সতর্ক রয়েছেন জেলা পুলিশ। ভোর থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন ও টহল জোড়দার করেছেন। নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ যাতে যাতায়ত ও তাদের কাজ সম্পন্ন করতে পারে সেজন্য দায়িত্ব পালন করছেন তারা।

একাধিক ভোটার সবুজ বাংলাকে জানান, তারা কোন ধরণের হরতাল-অবরোধ চাননা। নির্বাচনের নামে যারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করবে তাদেরকে বয়কট করা হবে। মানুষ হত্যা ও অগ্নিসংযোগ মোটেও গ্রহণযোগ্য নয়। সরকারের কাছে সুষ্ঠ নির্বাচন ও ভোটাধিকার নিশ্চয়তা চান তারা।