বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যাবস্থাপনা শাখার আয়োজনে আমন বীজ ধান কর্তন ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যাবস্থাপনা শাখার মাঠে বীজ ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার প্রধান তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. রমিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম, রেজিস্টার মো অলিউল্লাহ, কোষাধ্যক্ষ রাকিব উদ্দিন, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাকৃবি প্রতি মৌসুমে মান সম্মত বীজ উৎপাদন করে। এই বীজগুলো মাঠ পর্যায়ে রোপন করলে খুব ভালো মানের ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রত্যাশা রাখি বীজ উৎপাদনের সাথে যারা সম্পৃক্ত তারা বীজ উৎপাদনের কাজ যত্ন সহকারে করবেন। মানসম্মত বীজ উৎপাদন করলে বাকৃবির সম্মান অক্ষুন্ন থাকবে। বিশ্ব দরবারে বাকৃবির ভাবমূর্তি উজ্জ্বল হবে।
উল্লেখ্য, বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখা ময়মনসিংহ সদরের ৩০-৩৫% বীজ বিএডিসির সহায়তায় সরবরাহ করে আসছে। এপিএতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮ হাজার একর জমিতে খামার ব্যবস্থাপনা শাখা বীজ ধান বিএডিসির ডিলারের মাধ্যমে সরাসরি কৃষকের কাছে পৌছেছে। এতে প্রায়ই ২০-২২ লক্ষ কৃষক এই বীজ দ্বারা সরাসরি উপকৃত হয়েছে।


























