দিনাজপুর প্রতিনিধি
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজ মোড়ে হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষা জীবন বিঘ্নিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ছাত্র সমাজের শান্তি সমাবেশের আয়োজন করে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
শান্তি সমাবেশে অংশ নেয়া বক্তারা বলেন, বাংলাদেশ যখন ডিজিটাল থেকে স্মার্ট দেশে পরিণত হতে যাচ্ছে তখন জামায়াত-বিএনপি হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের এই উন্নয়ন তাদের সহ্য হয় না। তারা চায় না বাংলাদেশ উন্নত দেশের কাতারে শামিল হোক।
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে। হরতাল অবরোধের নামে কোন প্রকার বিশৃঙ্খলার চেষ্টা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তা কঠোরভাবে দমন করবে। জনগণ এই হরতাল অবরোধ মানে না। মানুষ এখন শান্তি চায়। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা তাই জনসাধারণের সাথে একাত্মতা ঘোষণা করে শান্তি সমাবেশের আয়োজন করছি।
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এ্যানামুল্লাহ জ্যামি , জেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক , পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন, বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য রাকিবুল ইসলাম মিথুন সাবেক সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা উমর ফারুক , সামসাদ সাঈফ রোহান, ছাত্রলীগ নেত্রী আইরিন, সর্ণা প্রমুখ।




















