০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চতুর্থ তলায় উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।সোমবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ পরিদর্শনে এসে তিঁনি এ জাদুঘর উদ্বোধন করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন চেয়ারম্যানদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা করেন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। শেষে তিনি উপজেলা পরিষদের মনোরম ছাদ বাগান পরিদর্শন করেন।

পরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান তিঁনি। সেখানে র্নির্মিত ৩৪টি ঘর পরিদর্শন, গোল ঘর উদ্বোধন ও বৃক্ষরোপন করেন এবং সকলের খোঁজ-খবর নেন। এ সময় মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

মতবিনিময় সভায় উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আশ্রয়ন প্রকল্পে জমি ও ঘর পেয়ে আমরা অনেক খুশি। উপজেলা প্রশাসন সব সময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা এখানে সবাই একসাথে মিলেমিশে বসবাস করি। স্যারদের সহযোগিতায় আমরা একটা সমিতিও করেছি। সেখানে অনেক টাকা জমা হয়েছে।  এসময় আশ্রয়ন প্রকল্পের ঘরের আঙিনায় চাষ করা কয়েক জাতের শাকসবজি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে উপহার দিয়েছেন এখানকার উপকারভোগীরা। এসব উপহার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, ‘আপনাদের অবস্থার উন্নয়ন হয়েছে। আমরা চাই আরও উন্নয়ন হোক। আপনাদের বাচ্চারা পড়াশোনা করুক। পড়াশোনা করে বিসিএস দিক। আমাদের জায়গায় আসুক। কেউ ডিসি হউক, কেউ এসপি হউক। এটা আমাদের মন থেকে চাওয়া। আমরা চাই আমাদের বাংলাদেশের সকল মানুষ একটা ভালো অবস্থানে থাকুক। কষ্ট আসবে, দুঃখ আসবে। মনের জোর নিয়ে ফাইট করে প্রতিবন্ধকতা পার করতে হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রমুখ। পরে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চতুর্থ তলায় উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।সোমবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ পরিদর্শনে এসে তিঁনি এ জাদুঘর উদ্বোধন করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন চেয়ারম্যানদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা করেন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। শেষে তিনি উপজেলা পরিষদের মনোরম ছাদ বাগান পরিদর্শন করেন।

পরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান তিঁনি। সেখানে র্নির্মিত ৩৪টি ঘর পরিদর্শন, গোল ঘর উদ্বোধন ও বৃক্ষরোপন করেন এবং সকলের খোঁজ-খবর নেন। এ সময় মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

মতবিনিময় সভায় উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আশ্রয়ন প্রকল্পে জমি ও ঘর পেয়ে আমরা অনেক খুশি। উপজেলা প্রশাসন সব সময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা এখানে সবাই একসাথে মিলেমিশে বসবাস করি। স্যারদের সহযোগিতায় আমরা একটা সমিতিও করেছি। সেখানে অনেক টাকা জমা হয়েছে।  এসময় আশ্রয়ন প্রকল্পের ঘরের আঙিনায় চাষ করা কয়েক জাতের শাকসবজি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে উপহার দিয়েছেন এখানকার উপকারভোগীরা। এসব উপহার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, ‘আপনাদের অবস্থার উন্নয়ন হয়েছে। আমরা চাই আরও উন্নয়ন হোক। আপনাদের বাচ্চারা পড়াশোনা করুক। পড়াশোনা করে বিসিএস দিক। আমাদের জায়গায় আসুক। কেউ ডিসি হউক, কেউ এসপি হউক। এটা আমাদের মন থেকে চাওয়া। আমরা চাই আমাদের বাংলাদেশের সকল মানুষ একটা ভালো অবস্থানে থাকুক। কষ্ট আসবে, দুঃখ আসবে। মনের জোর নিয়ে ফাইট করে প্রতিবন্ধকতা পার করতে হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রমুখ। পরে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।