০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পারমীপুর অরণ্য কুটিরে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০১:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • 175

হলাপ্রুসাই মারমা,খাগড়াছড়ি

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নানান আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির গাছবানে পারমীপুর অরণ্য কুটিরে ৬ষ্ঠ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পারমীপুর অরণ্য কুটির পরিচালনা কমিটির আয়োজনে শুভ কঠিন চীবর দানোৎসব হয়।
এ ধর্মীয় অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থীরা দানোত্তম কঠিন চীবর দানে সমাগম হয়েছে কুটিরে।
পণ্যার্থীরা পঞ্চশীল গ্রহন শেষে, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়।
এসময় পূণ্যার্থীর উদ্দেশ্য ধর্মদেশনা দেন দীঘিনালা রাজবন বিহারে বিহারাধক্ষ্য ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, পারমীপুর অরণ্য কুটিরে বিহারাধক্ষ্য শীল রক্ষিত স্থবির।
অনুষ্ঠানে জগতের সকল প্রাণি সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়, সন্ধ্যায় ফানুস উড়ানো হবে।

জনপ্রিয় সংবাদ

পারমীপুর অরণ্য কুটিরে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

হলাপ্রুসাই মারমা,খাগড়াছড়ি

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নানান আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির গাছবানে পারমীপুর অরণ্য কুটিরে ৬ষ্ঠ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পারমীপুর অরণ্য কুটির পরিচালনা কমিটির আয়োজনে শুভ কঠিন চীবর দানোৎসব হয়।
এ ধর্মীয় অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থীরা দানোত্তম কঠিন চীবর দানে সমাগম হয়েছে কুটিরে।
পণ্যার্থীরা পঞ্চশীল গ্রহন শেষে, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়।
এসময় পূণ্যার্থীর উদ্দেশ্য ধর্মদেশনা দেন দীঘিনালা রাজবন বিহারে বিহারাধক্ষ্য ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, পারমীপুর অরণ্য কুটিরে বিহারাধক্ষ্য শীল রক্ষিত স্থবির।
অনুষ্ঠানে জগতের সকল প্রাণি সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়, সন্ধ্যায় ফানুস উড়ানো হবে।