কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ বাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রী ও তার দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর পশ্চিম পাড়া গ্রামের ওই বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন- সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪১), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)। নিজ ঘরে পাশাপাশি দুটি বিছানায় তাদের লাশ পাওয়া যায়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। সকালে প্রবাসী মঞ্জিল মিয়ার বড় মেয়ে মোহনার এক বান্ধবী মোহনাকে ডাকতে বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পায়। এরপরই ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ, সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তাদের নিজ ঘর থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরে ধস্তাধস্তির কোনো আলামত পাওয়া যায়নি। এরপরও আমরা ঘটনাটি হত্যাকাণ্ড বলেই বেশি আশঙ্কা করছি। সিআইডির ফরেনসিক টিমের সংগৃহীত আলামত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত ঘটনা জানা যাবে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে ঘটনাস্থল সিকিউরড করে রাখা হয়েছে। সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কাজ করছে।
























