মুন্সিগঞ্জ প্রতিনিধি
গজারিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৭ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর উপজেলার ভবেরচর বাস ষ্টান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এর নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সা:সম্পাদক শাহ আলম শামীম,সাবেক প্রচার সম্পাদক বিল্লাল তালুকদার,আওয়ামী লীগ নেতা মোসলেম মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:হাবিবুর রহমান,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সা:সম্পাদকদের মাঝে উপস্থিত ছিলেন মো:হাবিবুর রহমান,মোস্তফা সারোয়ার বিপ্লব,আল আমিন প্রধান,মো:মুক্তার হোসেন,মেহেদী হাসান সবুজ,যুবলীগ মো:রিটু প্রধানসহ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিনের পুত্র পৌর মেয়র ফয়সাল বিপ্লব কে মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য এমপি হিসেবে দেখতে চায়।এ স্লোগানে গানে স্লোগানে মুখরিত হয় মুন্সিগঞ্জের গজারিয়ায় রাজপথ।




















