মাদক থেকে দূরে রাখতে হলে যুবসমাজকে খেলাধূলায় মনোনিবেশ করতে হবে- ভালুকায় যুবলীগ নেতা আলমগীর
সোহাগ রহমান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা পৌর যুবলীগের সভাপতি ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আলমগীর হোসেন সোহেল বলেছেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হলে খেলাধূলায় বেশি বেশি মনোনিবেশ করতে হবে। পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে বিভিন্ন খেলার আয়োজন করতে হবে। খেলায় যুবকরা অংশ নিলে শিশু-কিশোরসহ উঠতি বয়সী যুবকরা মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। পড়ালেখার পাশাপাশি যুবকরা খেলাধূলায় অংশ নিলে একদিকে যেমনি সুস্বাস্থ্য গঠিত হবে তেমনি তাদের সুস্থ সুন্দর মনের বিকাশ ঘটবে।
তিনি বলেন, গ্রামে এখনও অনেক খেলার মাঠ রয়েছে। পৌর এলাকায় ঘনবসতির কারণে খেলার তেমন মাঠ নেই বললেই চলে। কলেজ মাঠ আর হাইস্কুল মাঠে খেলার সুযোগ করে দিতে হবে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামের সাইদুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনী নৌকার পক্ষে কাজ করার জন্য যুবসমাজকে আহ্বান জানান।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুর রহমান। এ সময় উপস্থিত
ছিলেন যুবলীগ নেতা আরিফুর রহমান অপু ও ফারুক হাসান প্রমুখ। ফাইনালে ভোরের আলো বনাম হিরোজ ক্লাব অংশ নেয়। হিরোজ ক্লাব ৬ উইকেটে জয় লাভ করেন। পরে অতিথিরা দুদুলের মাঝে ট্রফি তুলে দেন।

























