ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণকারী ১০ রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে। রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিনিয়র চক্ষু কনসালটেন্ট ডা.হিমাদ্রি শেখর সরকারের তত্ত্বাবধায়নে তাদের অপারেশন করা হয়। আরও ৩০ রোগী অপারেশনের তালিকায় রয়েছেন। পর্যায়ক্রমে তাদেরও বিনামূল্যে অপারেশন হবে।
জানা গেছে, শনিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্যোগে মণিরামপুর উপজেলার শহীদ স্মরণী ঝাঁপা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি- মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা সমন্বিত চক্ষু সেবার অংশ হিসেবে গরিব ও অসহায় মানুষের এই সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রি শেখর সরকার, মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. শামসুজ্জামান শুভ ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রতীম চক্রবর্ত্তী। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ৪ শ’ রোগী বিভিন্ন চিকিৎসাসেবা নিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো চক্ষু বিভাগে ২১০ জন, মেডিসিনে ১১০ জন ও অর্থোপেডিকে ৮০ জন।
চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রি শেখর সরকার জানান, সরকারের অন্যতম প্রশংসনীয় উদ্যোগ হলো মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা। গ্রামের অনেক মানুষ টাকার অভাবে শহরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না। আবার দীর্ঘদিন যন্ত্রনা ভোগ করলেও আর্থিক সংকটে অপারেশন করেন না। এসব মানুষের সেবা নিশ্চিত করার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের মধ্যে ৪০ জনের জরুরি অপারেশনের প্রয়োজন ছিলো। তাদের মধ্যে রোববার ১০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে। বাকি ৩০ জনের পর্যায়ক্রমে অপারেশন করে দেয়া হবে।


























