জামালপুরের ইসলামপুরের উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেতর জুয়ার আসর চলার সময় অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ১৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় শনিবার দিবাগত রাতে চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ-২ (ডিবি) এর ওসি সোহেল রানা।
গ্রেফতারকৃতরা হলেন, মো. খোকন উরফে ভুট্টো আকন্দ (৪২), আমীর হোসেন (৩৫), মো. হাফিজুর রহমান (৪৩), মো. জহরুল ইসলাম (৫২),মো. মনু শেখ (৫১), মো. আনোয়ার আকন্দ (৩৫), মো. বাবু শেখ (৩৫), মো. আলমাস মিয়া (৩৬), শ্রী জীবন দাশ (৩৪), মো. জালাল আকন্দ (৪০), জিয়াউর রহমান (৩৮), হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০), সুমন আকন্দ (২২) ও মো. শামীমুল বাশার (৫২)।
এদের মধ্যে মো. জহরুল ইসলাম চিনাডুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের । সদস্য তারা সবাই ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ-২ (ডিবি) এর ওসি সোহেল রানা বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। পরে আসামিদের দুপুরে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

























