আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকী। সংসদ নির্বাচনে সারাদেশে অংশগ্রহণকারীদের সোমবার প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন।
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ট্রাক মার্কা। সকালে
জেলা রিটার্নিং কর্মকর্তা তার এই প্রতীক নিশ্চিত করেন।
সোমবার বিকাল ৩ টার দিকে প্রতীক পাওয়ার পর তার অনুসারীরা সংসদীয় আসন এলাকায় বিশাল শোডাউন করেন। পরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোডাউনে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে তার অনুসারী ও বিভিন্ন নেতৃবৃন্দসহ আনুমানিক ১৫ হাজার লোকের সমাগম হয়। এতে সমর্থনকারীরা ২৫০টি ট্রাক নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এসে মিলিত হয়। এরপর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোডাউন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন টানা ৫ বার ইউপি চেয়ারম্যান, ৩ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এমপি পদে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ও মেজর খন্দকার আ. হাফিজ এবং রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, পৌর মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমূখ।


























