“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এর আওতায় বিদ্যুতায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রত্যন্ত গ্রামাঞ্চল সহ শতভাগ বিদ্যুতায়ন ইতিমধ্যে সম্পন্ন করেছে।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে দুই পক্ষের ছয়জন বিতার্কিকের অংশগ্রহণে
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি শরীয়তপুরের জিএম মো: আলতাপ হোসেন, ভেদরগঞ্চ উপজেলা এজিএম প্রকৌশলী আশীষ কুমার রায়। গ্রাহক সেবার মান উন্নয়ন বিষয়ে কুইক রেসপন্স সার্ভিস গ্রাহকদের ভোগান্তি কমাবে বিষয়ক ভিন্নধর্মী বিতর্ক প্রতিযোগিতার পক্ষের দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। কুইক রেসপন্স সার্ভিসের উদ্যোক্তা ভেদরগঞ্চ উপজেলার এজিএম প্রকৌশলী আশীষ কুমার রায় বলেন, নড়িয়া উপজেলায় কর্মরত থাকাকালীন ২০২২ সালের অক্টোবর মাসে গ্রাহক সেবার মান উন্নয়নে এই সেবাটি চালু করা হয়। ইতিমধ্যে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৫ শতাধিক গ্রাহককে সেবা প্রদান করা হয়েছে। আমরা আশা করছি এই সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের বন্ধের দিন সহ ২৪ ঘন্টা সাতদিন সেবা প্রদান করে ভোগান্তি শূন্যে নামিয়ে আনব। একটি ফোন কলের মাধ্যমে আমরা বিদ্যুতের সেবা প্রদানকারী হিসেবে সেবা নিয়ে গ্রাহকের দুয়ারে পৌছে যাব। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো: আলতাপ হোসেন বাসস’কে বলেন, পল্লীতের আওতাধীন গ্রাহকদেরকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে এসেছি। এখন গ্রহক সেবার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবে রুপ দান করতে আমাদের সকল
পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। এই উদ্যোগটি শুধু নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায়ই নয় পুরো শরীয়তপুরে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। আশা করছি উদ্যোগটি কেবল শরীয়তপুরেই নয় সারা বাংলাদেশের বিদ্যুৎ গ্রাহকগণ ২৪ ঘন্টা সাতদিন নিরলসভাবে পাবেন।
প্রধান অতিথি সাবেক আইিজিপি এ কে এম শহীদুল হক বলেন, ভিন্নধর্মী এই বিতর্ক প্রতিযোগিতা শুধু শিক্ষার্থীদের নয় তাদের পরিবারকেও অনুপ্রাণীত করবে। এর মাধ্যমে বিদ্যুতের গ্রাহক সেবার মান বৃদ্ধি পেয়ে ভোগান্তির পরিমান ধীরে ধীরে শুন্যে নেমে আসবে।
শিরোনাম
বিদ্যুতের গ্রাহক সেবার মানোন্নয়নে ভিন্নধর্মী বিতর্ক প্রতিযোগিতা
-
শরীয়তপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৫:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- ।
- 352
জনপ্রিয় সংবাদ
























