আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে টাঙ্গানো পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে দৌলতপুর ইউনিয়নের আজগড়া জামাত মোড়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের নির্বাচনী প্রচারের জন্য নির্মীত স্থানীয় অফিসে টাঙ্গানো নৌকা প্রতীকের পোষ্টার ছেড়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মেঘুল্লা, জামতৈল ও বড়ধুল চরে নৌকা প্রতীকের বিপুল সংখ্যক পোষ্টার ছিড়ে লন্ডভন্ড করেছে।
বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন মোল্লা ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ মন্ডল জানান, নৌকার গনজোয়ার দেখে মাথা নষ্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের। তারা এখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পোষ্টার ছেড়ার মত নোংরা কাজ করছে। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আজগড়া জামাত মোড়ে নৌকার পোষ্টার ছেড়ার ঘটনা জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।


























