০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে প্রকৌশল শিল্প প্রশিক্ষণের উদ্বোধন

নীলফামারীতে ৫ দিন ব্যাপী বিসিক ও টিটিসির যৌথ আয়োজনে হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাচাই পদ্ধতির উপর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সকালে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নীলফামারী এর যৌথ উদ্যোগে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ উপ-সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী বিসিকের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার মো. মশিউর রহমান ও অনুষ্ঠানের সঞ্চালনা করেন টিটিসির মেকানিকাল ইনস্টাকটর মো. শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, হালকা প্রকৌশল শিল্প দেশের বিভিন্ন কুটির শিল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শিল্পের মাধ্যমে দেশের বস্ত্র, পাট, চিনি, কাগজ, সিমেন্ট, রেল, জাহাজ, প্লাস্টিক, সার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ. কৃষিখাতের যন্ত্র ইত্যাদি সব সেক্টরের যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ কিছু কিছু ক্ষেত্রে মূলধনী যন্ত্র তৈরি করা হয়ে থাকে। সে কারণে হালকা প্রকৌশল শিল্প সব শিল্পের সূতিকাগার হিসেবে স্বীকৃত।
দেশের এই শিল্পগুলোতে আজও তুলনামূলক অল্প বিনিয়োগেই আধা স্বয়ংক্রিয় যন্ত্র ম্যানুয়ালি ব্যবহার করে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ও মেরামত করা হয়ে থাকে। হালকা প্রকৌশল শিল্পের ছোট ও মাঝারি উদ্যোগের সাধারণ উদ্যোক্তারা স্বশিক্ষিত। তাঁরা তাদের অভিজ্ঞতাকে মূলধন করে এগিয়ে চলেছেন। বিভিন্ন শিল্প পণ্য উৎপাদন ও সেবা দিয়ে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে একান্ত নিজেদের মতো করে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
জনপ্রিয় সংবাদ

রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

নীলফামারীতে প্রকৌশল শিল্প প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
নীলফামারীতে ৫ দিন ব্যাপী বিসিক ও টিটিসির যৌথ আয়োজনে হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাচাই পদ্ধতির উপর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সকালে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নীলফামারী এর যৌথ উদ্যোগে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ উপ-সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী বিসিকের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার মো. মশিউর রহমান ও অনুষ্ঠানের সঞ্চালনা করেন টিটিসির মেকানিকাল ইনস্টাকটর মো. শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, হালকা প্রকৌশল শিল্প দেশের বিভিন্ন কুটির শিল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শিল্পের মাধ্যমে দেশের বস্ত্র, পাট, চিনি, কাগজ, সিমেন্ট, রেল, জাহাজ, প্লাস্টিক, সার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ. কৃষিখাতের যন্ত্র ইত্যাদি সব সেক্টরের যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ কিছু কিছু ক্ষেত্রে মূলধনী যন্ত্র তৈরি করা হয়ে থাকে। সে কারণে হালকা প্রকৌশল শিল্প সব শিল্পের সূতিকাগার হিসেবে স্বীকৃত।
দেশের এই শিল্পগুলোতে আজও তুলনামূলক অল্প বিনিয়োগেই আধা স্বয়ংক্রিয় যন্ত্র ম্যানুয়ালি ব্যবহার করে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ও মেরামত করা হয়ে থাকে। হালকা প্রকৌশল শিল্পের ছোট ও মাঝারি উদ্যোগের সাধারণ উদ্যোক্তারা স্বশিক্ষিত। তাঁরা তাদের অভিজ্ঞতাকে মূলধন করে এগিয়ে চলেছেন। বিভিন্ন শিল্প পণ্য উৎপাদন ও সেবা দিয়ে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে একান্ত নিজেদের মতো করে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।