প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবাদ র্যালি করেছে ফেনী জেলা ছাত্রদল। ০১ জানুয়ারি সোমবার সকালে শহরের ট্রাংক রোড, চৌধুরী বাড়ি রোড, দাউদপুর এলাকায় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, পুলিশি হেফাজতে নির্যাতন, বসতবাড়ি ভাংচুর, আত্মীয় স্বজনদের গ্রেফতারের প্রতিবাদে নেতাকর্মীর প্রতিবাদী স্লোগানে প্রদক্ষিণ করে রাজপথ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ আরো অনেকে। বক্তারা বলেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ দিন দিন বেড়েই চলেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করছে তা অচিরেই রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
























