০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ – নির্বাচনী পথসভায় মাশরাফী

আজ ( ২ জানুয়ারি ) নির্বাচনী পথসভায় মাশরাফী বলেছেন, ৭ই জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা নির্বাচন নয় , আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারক। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা একটু সময় নষ্ট করে পরিবারের সবাই ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠ,ঘোষবাড়ি, দত্তপাড়া বাস স্ট্যান্ড পথসভায় মাশরাফী বিন মোর্ত্তজা নির্বাচনী বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এ সময়ে তিনি আরো বলেন, আপনার ভোট না পেলেও আমি জিতে যাবো এই মানসিকতা পোষণ করবেন না। বিগত ৫ বছর আমি আপনাদের সাথে থেকে সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি । অনেক মেগা প্রকল্প এখনো চলমান রয়েছে এগুলো যেন থেমে না যায়। আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি আমাকে বিজয়ী করা, ৮ জানুয়ারি থেকে আপনাদের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের সকল দায়িত্ব আমি নিবো এতটুকু কথা দিচ্ছি আপনাদের। আল্লাহ যদি বাচিয়ে রাখে আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন। একটি প্রজন্ম আপনাদের ক্ষমা করবো না আপনারা যদি ভুল করেন। আর একটি মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবো।
আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে শুরু করে ঘোষবাড়ি, দত্তপাড়া বাস স্ট্যান্ড পথসভা শেষে তিনি চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজার ও রতডাঙ্গা বাজারে পথসভা করেন। এ সময় মাশরাীফর সাথে ছিলেন আউডিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ,চন্ডিবরপুর ইউডিনয়নের চেয়ারম্যান আজিজুর রহমানসহ দলীয় নেতা কর্মীরা।
জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ – নির্বাচনী পথসভায় মাশরাফী

আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
আজ ( ২ জানুয়ারি ) নির্বাচনী পথসভায় মাশরাফী বলেছেন, ৭ই জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা নির্বাচন নয় , আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারক। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা একটু সময় নষ্ট করে পরিবারের সবাই ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠ,ঘোষবাড়ি, দত্তপাড়া বাস স্ট্যান্ড পথসভায় মাশরাফী বিন মোর্ত্তজা নির্বাচনী বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এ সময়ে তিনি আরো বলেন, আপনার ভোট না পেলেও আমি জিতে যাবো এই মানসিকতা পোষণ করবেন না। বিগত ৫ বছর আমি আপনাদের সাথে থেকে সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি । অনেক মেগা প্রকল্প এখনো চলমান রয়েছে এগুলো যেন থেমে না যায়। আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি আমাকে বিজয়ী করা, ৮ জানুয়ারি থেকে আপনাদের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের সকল দায়িত্ব আমি নিবো এতটুকু কথা দিচ্ছি আপনাদের। আল্লাহ যদি বাচিয়ে রাখে আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন। একটি প্রজন্ম আপনাদের ক্ষমা করবো না আপনারা যদি ভুল করেন। আর একটি মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবো।
আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে শুরু করে ঘোষবাড়ি, দত্তপাড়া বাস স্ট্যান্ড পথসভা শেষে তিনি চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজার ও রতডাঙ্গা বাজারে পথসভা করেন। এ সময় মাশরাীফর সাথে ছিলেন আউডিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ,চন্ডিবরপুর ইউডিনয়নের চেয়ারম্যান আজিজুর রহমানসহ দলীয় নেতা কর্মীরা।