০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নৌকার সমর্থকদের হামলা

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ১০:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • 143

মো. সহিদুল ইসলাম, লক্ষীপুর

নির্বাচনি অপরাধসহ নির্বাচন-পূর্ব অনিয়ম করার অভিযোগে গতকাল লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আরপিও ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে এটি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের প্রথম ঘটনা। এর আগে সোমবার পবনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শোনে ইসি। তবে এই সিদ্ধান্ত ঘোষণা আসার আগে হাবিবুর রহমান পবনের নারী কর্মী শাহনাজ খানমের (৩৫) হাত ভেঙে দিয়েছে নৌকার সমর্থকরা। পবনের ঈগল প্রতীকের গণসংযোগ করায় সোমবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিঘা গ্রামের দিঘিরপাড় এলাকায় তার ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় রামগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে শাহনাজের ভাই ইউসুফ খান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ জানায়, আমি লক্ষ্মীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের ট্রাক প্রতীকে গণসংযোগ শেষে বাড়ি ফেরার সময় নৌকার কর্মী মাহফুজ আহমেদ সৌরভ, রায়হান হোসেন তুষার, গোলাম সরওয়ার মাসুম কয়েকজন কর্মী দলবদ্ধ হয়ে আমার পথরোধ করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিছিলে অংশ নেওয়ার কারণ জিজ্ঞেস করেই তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় রাকিব হোসেন (২৬) ও মমিনুল আলম ওরফে ইমন (১৯) সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে সন্ধ্যায় একই উপজেলার দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছে নৌকার কর্মীরা। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লালসহ ১০ আহত হয়েছে বলে জানা গেছে। একইদিন সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামের সেন্টার মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাত্তারের এক সমর্থকের উপর হামলা চালায়। এতে আরিফ নামের একজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আবদুল্ল্যাহ আল মামুনের সমর্থকদের উপর হামলা চালালে ৬ নেতাকর্মী আহত হয় বলে জানা গেছে।

এদিকে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে সোমবার রাতে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আবদুল্ল্যাহ আল মামুনের সমর্থকদের উপর হামলা চালালে এতে ৬ নেতাকর্মী আহত হয় বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

লক্ষ্মীপুরে নৌকার সমর্থকদের হামলা

আপডেট সময় : ১০:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

মো. সহিদুল ইসলাম, লক্ষীপুর

নির্বাচনি অপরাধসহ নির্বাচন-পূর্ব অনিয়ম করার অভিযোগে গতকাল লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আরপিও ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে এটি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের প্রথম ঘটনা। এর আগে সোমবার পবনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শোনে ইসি। তবে এই সিদ্ধান্ত ঘোষণা আসার আগে হাবিবুর রহমান পবনের নারী কর্মী শাহনাজ খানমের (৩৫) হাত ভেঙে দিয়েছে নৌকার সমর্থকরা। পবনের ঈগল প্রতীকের গণসংযোগ করায় সোমবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিঘা গ্রামের দিঘিরপাড় এলাকায় তার ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় রামগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে শাহনাজের ভাই ইউসুফ খান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ জানায়, আমি লক্ষ্মীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের ট্রাক প্রতীকে গণসংযোগ শেষে বাড়ি ফেরার সময় নৌকার কর্মী মাহফুজ আহমেদ সৌরভ, রায়হান হোসেন তুষার, গোলাম সরওয়ার মাসুম কয়েকজন কর্মী দলবদ্ধ হয়ে আমার পথরোধ করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিছিলে অংশ নেওয়ার কারণ জিজ্ঞেস করেই তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় রাকিব হোসেন (২৬) ও মমিনুল আলম ওরফে ইমন (১৯) সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে সন্ধ্যায় একই উপজেলার দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছে নৌকার কর্মীরা। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লালসহ ১০ আহত হয়েছে বলে জানা গেছে। একইদিন সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামের সেন্টার মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাত্তারের এক সমর্থকের উপর হামলা চালায়। এতে আরিফ নামের একজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আবদুল্ল্যাহ আল মামুনের সমর্থকদের উপর হামলা চালালে ৬ নেতাকর্মী আহত হয় বলে জানা গেছে।

এদিকে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে সোমবার রাতে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আবদুল্ল্যাহ আল মামুনের সমর্থকদের উপর হামলা চালালে এতে ৬ নেতাকর্মী আহত হয় বলে জানা গেছে।