নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের
উদ্যোগে নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি
বিন মোর্ত্তজার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন ।
বুধবারবার (৩ জানুয়ারী) বিকালে ইতনা গ্রামের শিক্ষক
বিএম রইচ উদ্দিনের বাড়ীতে অনুষ্ঠিত বৈঠকে ইউনিয়ন মহিলা
আওয়ামীলীগের সভাপতি নাজনিন নাহারের সভাপতিত্বে বক্তব্য
রাখেন,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য লতিফা পারভিন
লেবী,অজিফা খানম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম
মোস্তফা মিলন, জেলা যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা,
সহ-সভাপতি চায়না খানম,যুগ্ম সাধারন সম্পাদক ও লোহাগড়া
উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন
ইতি,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক
আহাদুজ্জামান,মহিলা নেতৃ মাহাফুজা খানম সীমা, ইউপি
মেম্বর জুয়েল রানা,মহিলা মেম্বর লিমা খানম, খন্দকার সাইদুল
ইসলাম,লাবু মিয়া প্রমুখ।
বক্তায় অজিফা খানম বলেন, নড়াইলÑ২ আসনটি প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে উপহার দিতে পারলে সকল কষ্ট ও পরিশ্রম সার্থক
হবে।
সঞ্চিতা হক রিক্তা বলেন,মহিলা আওয়মীলীগের নেতাকর্মীরা
নড়াইল-২ আসনের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর
জন্য ভোট চেয়ে উঠান বৈঠক করছেন এবং নৌকা প্রতীকে ভোট
প্রার্থনা করছেন। আপনারা সবাই কেন্দ্রে যেয়ে র্নিভয়ে ভোট
দেবেন।
শিরোনাম
লোহাগড়ায় মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক
-
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- ।
- 114
জনপ্রিয় সংবাদ






















