১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ

ঝিনাইদহ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ করেছে ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম নবী। বুধবার তিনি এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ও ট্রাক প্রতীকের সমর্থক কামাল হোসেন। আগামী ৫ জানুয়ারি সকাল ১১ টায় ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম নবীর কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্য দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত পহেলা জানুয়ারি শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কামাল হোসেনের বাড়ির সামনে তিনি নৌকা প্রতিকের পোস্টার ছিড়ে পা দিয়ে মাড়ান। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (১) (ক) ও ৭(২) এর বিধির সুস্পষ্ট লংঘন হয়েছে।
এছাড়াও একই দিন বিকেলে বগুড়া ইউনিয়নের বিকেবি বাজারে ট্রাক প্রতিকের নির্বাচনী ক্যাম্পে ২০০/৪০০ লোকের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়। যা একই বিধির সুস্পষ্ট লংঘন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেনো নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই মর্মে ৫ জানুয়ারি সকাল ১১ টায়  স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।
ঝিনাইদহ জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ

আপডেট সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
ঝিনাইদহ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ করেছে ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম নবী। বুধবার তিনি এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ও ট্রাক প্রতীকের সমর্থক কামাল হোসেন। আগামী ৫ জানুয়ারি সকাল ১১ টায় ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম নবীর কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্য দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত পহেলা জানুয়ারি শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কামাল হোসেনের বাড়ির সামনে তিনি নৌকা প্রতিকের পোস্টার ছিড়ে পা দিয়ে মাড়ান। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (১) (ক) ও ৭(২) এর বিধির সুস্পষ্ট লংঘন হয়েছে।
এছাড়াও একই দিন বিকেলে বগুড়া ইউনিয়নের বিকেবি বাজারে ট্রাক প্রতিকের নির্বাচনী ক্যাম্পে ২০০/৪০০ লোকের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়। যা একই বিধির সুস্পষ্ট লংঘন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেনো নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই মর্মে ৫ জানুয়ারি সকাল ১১ টায়  স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।
ঝিনাইদহ জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।