দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে তিনটি হেলিসর্টি ভোটকেন্দ্র রয়েছে। দুর্গমতার কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ না হওয়ায় এসব কেন্দ্রে নির্বাচনী কাজে ব্যবহার করা হবে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার। খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রগুলো হলো, লক্ষ্মীছড়ি উপজেলার সদর ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে শুকনাছড়ি ও ফুত্যাছড়ি ভোটকেন্দ্রের দুরত্ব ২৫ কিলোমিটার এবং দীঘিনালা উপজেলা সদর থেকে নাড়াইছড়ি ভোটকেন্দ্রের দুরত্ব ৪৬ কিলোমিটার।
এই তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫৩৮ জন। এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি কেন্দ্রে ১ হাজার ৪৬ জন, ফুত্যাছড়ি কেন্দ্রে ১ হাজার ৭৫ জন এবং দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্রে রয়েছে ২ হাজার ৪১৭ জন ভোটার।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, এসব কেন্দ্রে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে আনা-নেওয়া করা হবে।


























