ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল আ’ লীগ নেতৃবৃন্দকে নিয়ে বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার শশর্দি বাজার, লেমুয়া বাজার, ধলিয়া বাজার, পাঁচগাছিয়া বাজার, বালিগাঁওয়ের আফতাব বিবির হাট, সুন্দরপুর বাজার, ফাজিলপুর বাজারসহ সদর উপজেলার হাট বাজার গুলোতে দিন ব্যাপী ফেনী-২ আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।
তিনি সবুজ বাংলাকে বলেন, নিজাম হাজারীর প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে আমরা দুর্বল ভাবিনা। তাই আমরা গ্রাম ও শহরে নির্বাচনী মাঠে নৌকার প্রচারণায় চষে বেড়াচ্ছি।
এ সময় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম, শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা, লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিম, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের ১১১টি ভোট কেন্দ্রে একযোগে নির্বাচনী মিছিল ও ভোটারদের উদ্বুদ্ধকরণে নানা কর্মসূচি পালিত হয়।


























