দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারে সংগরম প্রার্থীরা। বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থীদের প্রচার। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।প্রচারনার শেষ দিনে প্রার্থীরা তাদের গন সংযোগ আর প্রচার প্রচারনায় করে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে।দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস।
আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা-১ আসনের জাসদ” মনোনীত এর মশাল প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান নতুন বাজার থেকে শুরু করে গণসংযোগ ও লিফলেট বিতরন করেন। এসময় তিনি শহরের নতুনবাজার, বাংলা স্কুল মোড়, সদর রোড,বরিশাল দালান মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
আগামী ৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি আশাবাদী ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন ভোটাররা।
এ সময় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সবুজ বাংলাকে বলেন,গ্যাসের উপরে ভাসছে ভোলা। অথচ ভোলার মানুষ গৃহস্থলে ব্যবহার করার জন্য গ্যাস পাচ্ছেনা। মশাল মার্কায় ভোট দিলে ভোলার ঘরে ঘরে গ্যাস পৌছে দেওয়ার চেষ্টা করবো।এর পাশাপাশি গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলে এই অবহেলিত অঞ্চলের তরুনদের বেকারত্বা দূর করতে কাজ করা হবে।
এসময় তিনি আরো বলেন, ভোলার চিকিৎসকের বেহাল অবস্থা। সন্ধ্যার পরে কোন মুহূর্ষ রোগী অসুস্থ হলে ভোলার বাইরে নিতে পারেনা। অনেকেই বিনা চিকিৎসায় ধুঁকে মরছে।তাই আমি এই জেলার ২০ লাখ মানুষের জন্য মেডিক্যাল কলেজ নিমার্ন করবো। শুধু তাই নয় এই জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। ভোলা থেকে ঘুষ,দুর্নীতি,স্বজনপ্রতী,লুটপাট নিরসন করতে কাজ করবো। মাদক নির্মুলে কাজ করবো। বাজার নিয়ন্ত্রন রোধে কাজ করবো।তাই দারিদ্র,সন্ত্রাস মুক্ত ভোলা গড়তে মশাল মার্কায় দেওয়ার আহবান জানান।


























