ক্রিকেটে মেজাজ হারাতে দেখা যায় সাকিবকে। এবার ভোটের মাঠে মেজাজ হারিয়ে থাপ্পড় মারলেন সাকিব।
আজ (৭ জানুয়ারি) রোববার ভোটের মাঠে এমন দৃশ্যে দেখা গেল ক্রিকেটের অল রাউন্ডার সাকিব আল হাসানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখের পলকে ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। তবে কেন চড়াও হয়ে চড় মারলেন তা এখনও জানা যায়নি।
মাগুরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। ভোটের মাঠে ক্ষিপ্ত হয়ে চড় মারলেন এক ব্যক্তিকে ।
সকালে সাকিব নিজের ভোট দিয়ে মাগুরা-১ আসনের অধীনে থাকা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিস্থিতি স্বাভাবিক সবদিকে। বেলা গড়িয়ে ভোটগ্রহণের সময়ও প্রায় শেষ দিকে। ঠিক এমন পরিস্থিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে হঠাৎ এক লোককে থাপ্পর মারলেন সাকিব। এ ব্যপারে বিস্তারিত কিছু জানা যায় নি।


























