দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ক্ষমতাশীন দল আওয়ামী
লীগ মনোনীয় প্রার্থী ৭ বারের লাগাতার সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান এমপি।
তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪২৮টি। এরমধ্যে ফুলবাড়ী উপজেলার ৫২ টি ভোট কেন্দ্রে ৬৫ হাজার ৩৭৫ টি ভোট এবং পার্বতীপুর উপজেলার ৮৮ টি ভোট কেন্দ্রে ১ লাখ ২ হাজার ৫৩টি ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কর্মী মো. হযরত আলী বেলাল (ট্রাক) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪২টি ভোট।
রবিবার সন্ধ্যায় ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফুলবাড়ী উপজেলার ৫২ টি ভোট এবং পার্বতীপুর উপজেলার ৮৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফুলবাড়ী উপজেলার ৫২টি কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রের ফল আসার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
একইভাবে পার্বতীপুর উপজেলার ৮৮টি কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রের ফল আসার তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। ফুলবাড়ী ও পার্বতীপুর দুই উপজেলা মিলিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির অ্যাড. নূরুল ইসলাম (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৫৬৫টি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. শওকত আলী (আম) প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৩৯৪ টি, স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হক (ঈগল) প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ২০১ টি।
সকালে কনকনে শীত আর কঠোর নজরদারীর মধ্যে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাবের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স, অফিসার ইনচার্জ (ওসি) স্পেশাল স্ট্রাইকিং ফোর্সসহ প্রতিটি কেন্দ্রের জন্য ১ থেকে ২ জন পুলিশ ও আনসারের ১২ জন দায়িত্ব পালন করছেন।























