দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটের ফলাফলে আবারও নিরঙ্কুশ বিজয় পেয়েছে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। তবে এবারের নির্বাচনে ময়মনসিংহ বিভাগের ২৪ আসনের মধ্যে ১৪টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র ১০ প্রার্থী বিজয়ী হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর ২৯৯ আসনের মধ্যে ২২০টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।নির্বাচন কমিশনের (ইসি) দাবি, ৪০ শতাংশ ভোট পড়েছে দ্বাদশ সংসদ নির্বাচনে।
ময়মনসিংহ-১ বিজয়ী স্বতন্ত্র মাহমুদুল হক সায়েম (৯৩৫৩১), নিকটতম আওয়ামী লীগের জুয়েল আরেং (৭৩৮৯২); ময়মনসিংহ-২ বিজয়ী আওয়ামী লীগের শরীফ আহমেদ (২৫১৪১৬), নিকটতম স্বতন্ত্র শাহ শহীদ সারোয়ার (১০৩৬); ময়মনসিংহ-৩ বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি (৫৩১৯৬), নিকটতম স্বতন্ত্র সোমনাথ সাহা (৫২২১১); ময়মনসিংহ-৪ বিজয়ী আসনে আওয়ামী লীগের মোহিত উর রহমান শান্ত (১৪৮২৯২), নিকটতম স্বতন্ত্র আমিনুল হক শামীম (১০৩০৪৬); ময়মনসিংহ-৫ বিজয়ী স্বতন্ত্র কৃষিবিদ নজরুল ইসলাম (৫২৭৮৫), নিকটতম জাতীয় পার্টির সালাহউদ্দিন আহমেদ মুক্তি (৩৪১২৪); ময়মনসিংহ-৬ বিজয়ী স্বাতন্ত্র আবদুল মালেক সরকার (৫২২৮৫), নিকটতম আওয়ামী লীগের মোসলেম উদ্দিন (৪২৫৫৮); ময়মনসিংহ-৭ বিজয়ী স্বতন্ত্র এবিএম আনিছুজ্জামান (৭১৭৩৮), নিকটতম আওয়ামী লীগের হাফেজ রুহুল আমীন মাদানী (৫০৫৩১); ময়মনসিংহ-৮ বিজয়ী স্বতন্ত্র মাহমুদ হাসান সুমন (৫৬৮০১), নিকটতম জাতীয় পার্টির ফখরুল ইমাম (২৭৯৮৪); ময়মনসিংহ-৯ বিজয়ী আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (৮০৭৩৩), নিকটতম স্বতন্ত্র আনোয়ারুল আবেদীন খান তুহিন (৫৯৫৮৬); ময়মনসিংহ-১০ বিজয়ী আওয়ামী লীগের ফাহমী গোলন্দাজ বাবেল (২১৬৮৯৩), নিকটতম স্বতন্ত্র ড. আবুল হোসেন দীপু (৭৫১৯); ময়মনসিংহ-১১ বিজয়ী স্বতন্ত্র এম এ ওয়াহেদ (৯৫২৮০), নিকটতম আওয়ামী লীগের কাজীম উদ্দিন আহমেদ ধনু (৫৬৪২০)।
জামালপুর–১ বিজয়ী আওয়ামী লীগের নুর মোহাম্মদ (২২৮২৪৭), নিকটতম আবু সায়েম স্বতন্ত্র (৬০৭০); জামালপুর-২ বিজয়ী আওয়ামী লীগের ফরিদুল হক খান দুলাল (৭০৭৬২), নিকটতম শাহিনূর জামান (৩০৫৪৮); জামালপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের মির্জা আজম (২৭৬৪৫৩), নিকটতম জাতীয় পার্টির মীর শামসুল আলম মিলটন (৭৪৭০); জামালপুর-৪ বিজয়ী স্বতন্ত্র আব্দুর রশিদ (৫০৬৭৮), নিকটতম আওয়ামী লীগের মাহবুবুর রহমান (৪৭৬৩৮); জামালপুর-৫ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (২১৫৮৮৯), নিকটতম স্বতন্ত্র রেজাউল করিম রেজনু (৬৫২৪৯)। শেরপুর- ১ বিজয়ী স্বতন্ত্র ছানোয়ার হোসেন ছানু (১৩৬৯৩), নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক (৯৩৩৭); শেরপুর-২ বিজয়ী আওয়ামী লীগের মতিয়া চৌধুরী (২২০১৪২), নিকটতম স্বতন্ত্র সৈয়দ মো. সাইদ আঙ্গুর (৫৩৪২); শেরপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের এডিএম শহীদুল ইসলাম (১০২৪৪৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আবদুল্লা হেল ওয়ারেজ নাইম (৪৪৭২৮)।
নেত্রকোনা-১ বিজয়ী আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহী (১৫৯০১৯), নিকটতম জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার (২৫২১৯); নেত্রকোনা-২ বিজয়ী আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু এমপি (১০৫৩৫৩), নিকটতম আরিফ খান জয় (৮৬২৮৭); নেত্রকোনা-৩ বিজয়ী স্বতন্ত্র ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (৭৬৮০৩), নিকটতম অসীম কুমার উকিল (৭৪৫৫০); নেত্রকোনা-৪ বিজয়ী আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান এমপি (১৮৮০৬৮), নিকটতম জাতীয় পার্টি লিয়াকত আলী খান (৫৭৫৯); নেত্রকোনা-৫ বিজয়ী আওয়ামী লীগের আহমদ হোসেন (৭৯৬৪৭), নিকটতম মাহারুল ইসলাম সোহেল (২৭২১৪)।






















