০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিল নাহারখিল কিশোরীর ঝুলন্ত লাশ উদ্বার

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নাহারখিল গ্রামের পুরাতন দেওয়ান বাড়ীতে নিপা আক্তার (১৫)  নামে এক কিশোরী আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী নিহত নিপা আক্তার (১৫) মা পারভীন আক্তার নিপা আক্তারকে এজটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়।নিপা আক্তার মোবাইল ফোনটি পাওয়ার পর থেকে অতিরিক্ত ব্যবহারে তার নানী নিষেধ করায় নিপা আক্তার বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে না পেরে রাগে ও অভিমানে তার প্রতিবেশী নাহারখিলের নানী ফাতেমা বেগম এর একতলা বিল্ডিং এর সামনের কক্ষে ফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়না গালায় পেছিয়ে আত্মহত্যার করে। পরবর্তীতে নিপার নানী রৌশনারা তাকে খোঁজাখুজি করতে গেলে তার প্রতিবেশী ফতেমা বেগম এর বসত ঘরের বেলকনি দিয়ে নিপাকে ঝুলন্ত অবস্থায় দেখিতে পায়। রৌশনারা বেগম ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে ফাতেমা বেগম এর বসত ঘরের দরজা ভেঙ্গে মৃত নিপার ওড়না কটিয়া নিচে নামিয়ে পেলে। চাটখিল উপজেলার নাহারখিল থেকে নিপা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৯ জানুয়ারী খিলপাড়া ইউনিয়নের নাহারখিল পুরাতন দেওয়ান বাড়ি (কিশোরীর নানার বাড়ি) থেকে বিকেল ৩ টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিপা ০৮ নং নোয়াখলা ইউপির বিষ্ণুরামপুর গ্রামের মোহাম্মদ রিপনের মেয়ে। স্থানীয় লোকজন পুলিশ কে সংবাদ দিলে খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে তাহার মৃতদেহতে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেন। চাটখিল থানার ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোবাইল ব্যবহারে নিষেধ করায় আত্মহত্যা করেছে কিশোরী।

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

চাটখিল নাহারখিল কিশোরীর ঝুলন্ত লাশ উদ্বার

আপডেট সময় : ১১:৩২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নাহারখিল গ্রামের পুরাতন দেওয়ান বাড়ীতে নিপা আক্তার (১৫)  নামে এক কিশোরী আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী নিহত নিপা আক্তার (১৫) মা পারভীন আক্তার নিপা আক্তারকে এজটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়।নিপা আক্তার মোবাইল ফোনটি পাওয়ার পর থেকে অতিরিক্ত ব্যবহারে তার নানী নিষেধ করায় নিপা আক্তার বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে না পেরে রাগে ও অভিমানে তার প্রতিবেশী নাহারখিলের নানী ফাতেমা বেগম এর একতলা বিল্ডিং এর সামনের কক্ষে ফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়না গালায় পেছিয়ে আত্মহত্যার করে। পরবর্তীতে নিপার নানী রৌশনারা তাকে খোঁজাখুজি করতে গেলে তার প্রতিবেশী ফতেমা বেগম এর বসত ঘরের বেলকনি দিয়ে নিপাকে ঝুলন্ত অবস্থায় দেখিতে পায়। রৌশনারা বেগম ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে ফাতেমা বেগম এর বসত ঘরের দরজা ভেঙ্গে মৃত নিপার ওড়না কটিয়া নিচে নামিয়ে পেলে। চাটখিল উপজেলার নাহারখিল থেকে নিপা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৯ জানুয়ারী খিলপাড়া ইউনিয়নের নাহারখিল পুরাতন দেওয়ান বাড়ি (কিশোরীর নানার বাড়ি) থেকে বিকেল ৩ টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিপা ০৮ নং নোয়াখলা ইউপির বিষ্ণুরামপুর গ্রামের মোহাম্মদ রিপনের মেয়ে। স্থানীয় লোকজন পুলিশ কে সংবাদ দিলে খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে তাহার মৃতদেহতে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেন। চাটখিল থানার ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোবাইল ব্যবহারে নিষেধ করায় আত্মহত্যা করেছে কিশোরী।