০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকায় ভোট দেওয়ায় বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ছেলে

রাজশাহীর বাঘায় নৌকায় ভোট দেওয়ায় বৃদ্ধ মা রূপজান বেওয়াকে (৯০)
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে শাকেত আলীর
বিরুদ্ধে। কোনো উপায় না পেয়ে বৃদ্ধা আশ্রয় নিয়েছেন পাশে তরফ আলীর
বাড়িতে। এমন ঘটনা ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর
গ্রামে। স্থানীয়রা জানান, রূপজান ভোটার হওয়ার পর থেকে নৌকায় ভোট দিয়ে
আসছিলেন। সেই মোতাবেক ৭ জানুয়ারি ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেন। বৃদ্ধ মায়ের ভোট দেওয়ার
বিষয়টি ছেলে জানতে পেরে ভোটের দিন সন্ধ্যায় অকথ্য ভাষায় গালিগালাজ
করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা কোনো উপায় না পেয়ে পাশে
তরফ আলীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার রূপজান বেওয়া এ বিষয়ে
স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম হোসেনের কাছে অভিযোগ করেন।
বৃদ্ধার কথা শুনে আলম বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলমকে জানান। বিষয়টি যাচাই-বাছাই করে বৃদ্ধার জন্য জমি
দেখতে বলেছেন বলে আলম হোসেন জানান।
এদিকে ছেলে শাকেত আলী তার বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা
অস্বীকার করে বলেন, ‘মাকে নৌকায় ভোট দেওয়ার বিষয়ে কোনো কথা
বলিনি। বৃদ্ধ হয়ে গেছে, আমার ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেছেন। তবে
দু-এক দিন পর রাগ কমে গেলে বাড়িতে চলে আসবে।’
বৃদ্ধা রূপজান বেওয়া বলেন, ‘ছেলে নৌকায় ভোট দিতে নিষেধ করেছিল।
ছেলের নিষেধ না শুনায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সারা
জীবন নৌকায় ভোট দিয়ে এসেছি। নৌকা প্রতীক দেখে ছেলের কথা
রাখতে পারিনি।

শত্রুতার বিষে মরল ৭০ লাখ টাকার মাছ
পূর্বশত্রুতার জের ধরে রাজশাহীর বাগমারায় একই রাতে লিজ নেওয়া
দুটি পুকুর ও একটি বিলে বিষ ঢেলে দিয়ে ৭০ লক্ষাধিক টাকার
চাষকৃত মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পারিলা গ্রামের
রেজাউল ইসলাম ও আফজাল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার

থানায় পৃথকভাবে দুটি অভিযোগ দেওয়া হয়েছে।জানা গেছে,
উপজেলার নরদাশ ইউনিয়নের পারিলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে
মৎস্যচাষি আব্দুল মতিন ও হাটগাঙ্গোপাড়া গ্রামের
কছিমুদ্দিনের ছেলে আল আমিন ইসলাম আশিক পারিলা কোড়ল বিল
এবং হাটগাঙ্গোপাড়া সিনেমা হলের পূর্ব পাশে ও মঙ্গলপুর
গ্রামের দাদা ভাই নামে দুটি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়ে
মাছচাষ করে আসছেন। সম্প্রতি ওই দুটি পুকুর ও বিলে মাছচাষ
করা নিয়ে রেজাউল ইসলাম ও আফজাল হোসেনের সঙ্গে তাদের
বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জের ধরে রোববার গভীর রাতে ওই দুটি পুকুরে ও বিলের
পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় পাহারাদাররা
ধাওয়া করলে দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ও টর্চলাইট ফেলে
পালিয়ে যায়। বিষক্রিয়ায় ওই দুটি পুকুর ও বিলের চাষকৃত রুই,
কাতলা, মৃগেল, সিলভারকার্প, জাপানি রুই, কালবাউস ও
গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতির চাষকৃত সব মাছ মরে
পানিতে ভেসে উঠে।
এতে মৎস্যচাষি আব্দুল মতিন ও আল আমিন ইসলাম আশিকের
প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তারা
জানিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন,
এটি একটি অমানবিক ঘটনা। এ ঘটনায় পৃথকভাবে দুটি
অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নৌকায় ভোট দেওয়ায় বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ছেলে

আপডেট সময় : ০২:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

রাজশাহীর বাঘায় নৌকায় ভোট দেওয়ায় বৃদ্ধ মা রূপজান বেওয়াকে (৯০)
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে শাকেত আলীর
বিরুদ্ধে। কোনো উপায় না পেয়ে বৃদ্ধা আশ্রয় নিয়েছেন পাশে তরফ আলীর
বাড়িতে। এমন ঘটনা ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর
গ্রামে। স্থানীয়রা জানান, রূপজান ভোটার হওয়ার পর থেকে নৌকায় ভোট দিয়ে
আসছিলেন। সেই মোতাবেক ৭ জানুয়ারি ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেন। বৃদ্ধ মায়ের ভোট দেওয়ার
বিষয়টি ছেলে জানতে পেরে ভোটের দিন সন্ধ্যায় অকথ্য ভাষায় গালিগালাজ
করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা কোনো উপায় না পেয়ে পাশে
তরফ আলীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার রূপজান বেওয়া এ বিষয়ে
স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম হোসেনের কাছে অভিযোগ করেন।
বৃদ্ধার কথা শুনে আলম বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলমকে জানান। বিষয়টি যাচাই-বাছাই করে বৃদ্ধার জন্য জমি
দেখতে বলেছেন বলে আলম হোসেন জানান।
এদিকে ছেলে শাকেত আলী তার বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা
অস্বীকার করে বলেন, ‘মাকে নৌকায় ভোট দেওয়ার বিষয়ে কোনো কথা
বলিনি। বৃদ্ধ হয়ে গেছে, আমার ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেছেন। তবে
দু-এক দিন পর রাগ কমে গেলে বাড়িতে চলে আসবে।’
বৃদ্ধা রূপজান বেওয়া বলেন, ‘ছেলে নৌকায় ভোট দিতে নিষেধ করেছিল।
ছেলের নিষেধ না শুনায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সারা
জীবন নৌকায় ভোট দিয়ে এসেছি। নৌকা প্রতীক দেখে ছেলের কথা
রাখতে পারিনি।

শত্রুতার বিষে মরল ৭০ লাখ টাকার মাছ
পূর্বশত্রুতার জের ধরে রাজশাহীর বাগমারায় একই রাতে লিজ নেওয়া
দুটি পুকুর ও একটি বিলে বিষ ঢেলে দিয়ে ৭০ লক্ষাধিক টাকার
চাষকৃত মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পারিলা গ্রামের
রেজাউল ইসলাম ও আফজাল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার

থানায় পৃথকভাবে দুটি অভিযোগ দেওয়া হয়েছে।জানা গেছে,
উপজেলার নরদাশ ইউনিয়নের পারিলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে
মৎস্যচাষি আব্দুল মতিন ও হাটগাঙ্গোপাড়া গ্রামের
কছিমুদ্দিনের ছেলে আল আমিন ইসলাম আশিক পারিলা কোড়ল বিল
এবং হাটগাঙ্গোপাড়া সিনেমা হলের পূর্ব পাশে ও মঙ্গলপুর
গ্রামের দাদা ভাই নামে দুটি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়ে
মাছচাষ করে আসছেন। সম্প্রতি ওই দুটি পুকুর ও বিলে মাছচাষ
করা নিয়ে রেজাউল ইসলাম ও আফজাল হোসেনের সঙ্গে তাদের
বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জের ধরে রোববার গভীর রাতে ওই দুটি পুকুরে ও বিলের
পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় পাহারাদাররা
ধাওয়া করলে দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ও টর্চলাইট ফেলে
পালিয়ে যায়। বিষক্রিয়ায় ওই দুটি পুকুর ও বিলের চাষকৃত রুই,
কাতলা, মৃগেল, সিলভারকার্প, জাপানি রুই, কালবাউস ও
গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতির চাষকৃত সব মাছ মরে
পানিতে ভেসে উঠে।
এতে মৎস্যচাষি আব্দুল মতিন ও আল আমিন ইসলাম আশিকের
প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তারা
জানিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন,
এটি একটি অমানবিক ঘটনা। এ ঘটনায় পৃথকভাবে দুটি
অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।