নাটোরের বড়াইগ্রামে স্বামীর প্রতি অভিমান করে এক গৃহবধূ তার ৪ মাস বয়সী শিশুসন্তানকে বিষ পান করিয়ে পরে নিজেও বিষ পান করে। কিন্তু এ ঘটনায় মারা যায় শিশুটি এবং বেঁচে যায় ওই গৃহবধূ। বর্তমানে ওই গৃহবধূ পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শিশুটির নাম মিলা খাতুন ও চিকিৎসাধীন মায়ের নাম অঞ্জনা খাতুন (২৫)। উভয়ে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতৈল গ্রামের আল আমিনের সন্তান ও স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, গৃহবধূ অঞ্জনা খাতুন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রোববার স্বামীর সঙ্গে চিকিৎসকের কাছে যেতে চান। কিন্তু সেদিন নির্বাচনের কারণে যানবাহন সংকটের কথা বলে আল আমিন পরদিন তাকে হাসপাতালে নেওয়ার কথা বলে কাজে চলে যান। এতে অঞ্জনা ক্ষুব্ধ হয়ে শিশু মিলাকে বিষ পান করিয়ে নিজে বিষ পান করেন। স্বজনরা বুঝতে পেরে তাদের প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত মঙ্গলবার দুপুরে হাসপাতালে শিশুটির মৃ*ত্যু হয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করে সবুজ বাংলাকে জানান, আপাতত ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।




















