০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিক দলে মেসিকে চান সতীর্থ আলমাদা

সবেধন নীলমনি হয়ে একটা মাত্র আন্তর্জাতিক শিরোপা লিওনেল মেসির। ২০০৮ সালের অলিম্পিক গোল্ড। সঙ্গে ছিল ভুড়ি ভুড়ি সমালোচনা! তবে সময়টা এখন আর সে পর্যায়ে নেই। নামী সব আন্তর্জাতিক শিরোপা জয় করেছেন ৩৬ বছর বয়সি মেসি। তাইতো মেসিকে ঘিরে এখন চারিদিকে সুবাতাস বইতে শুরু করেছে।

আর্জেন্টিনার যুব দলের কোচ মাশচেরানো মেসিকে অলিম্পিক দলে চেয়েছেন। অলিম্পিকের প্রেসিডেন্ট থমাস বাখও অলিম্পিকে মেসিকে দেখতে চান বলে জানিয়েছেন। এবার সে দাবিতে সোচ্চার হয়েছেন আর্জেন্টিার জাতীয় দলের খেলোয়াড় থিয়াগো আলমাদা।

মেজর সকার লিগে খেলছেন আলমাদা। ২০২২ সাল থেকে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি। অলিম্পিকের পরিকল্পনা সম্পর্কে বুয়েন্স আয়ার্স থেকে প্রকাশিত স্পোর্টস ম্যাগাজিন ওলেকে দেওয়া এক সাক্ষাতকারে আলমাদা বলেন, আমার এখনো অনেক স্বপ্ন পূরণ হতে বাকি। আমি ইউরোপে খেলতে চাই। সে সঙ্গে নিয়মিত হতে চাই জাতীয় দলে। একই সঙ্গে জয় পেতে চাই। এখন আমাদের অলিম্পিকের বাছাই পর্বের জন্য প্রতিযোগিতা করতে হবে। কোপা আমেরিকা জয়ের চেষ্টা চালাতে হবে।

আলমাদা আরো বলেন, জাতীয় দলের কোচ লিওনের স্ক্যালোনির কোচিং স্টাফ আমার ওপর নজর রাখছে। তাছাড়া আমি সরাসরি হাভিয়ের মাশচেরানোর সঙ্গে কথা বলেছি। আমাকে জিজ্ঞাসা করায় আমি কোনো ইতস্তত করিনি। সরাসরি অলিম্পিক দলে খেলার কথা জানিয়েছি। আমরা ভালো করছি। আমাদের দলটা ভালো, উঁচু মানের খেলোয়াড় রয়েছে আমাদের দলে। আশা করছি আমরা অলিম্পিকে জায়গা করে নিতে পারব। আমাদের সেখানে থাকা উচিত। যদি মেসি সেখানে খেলতে চায় অবশ্যই তাকে স্বাগত জানাতে হবে।

জনপ্রিয় সংবাদ

অলিম্পিক দলে মেসিকে চান সতীর্থ আলমাদা

আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

সবেধন নীলমনি হয়ে একটা মাত্র আন্তর্জাতিক শিরোপা লিওনেল মেসির। ২০০৮ সালের অলিম্পিক গোল্ড। সঙ্গে ছিল ভুড়ি ভুড়ি সমালোচনা! তবে সময়টা এখন আর সে পর্যায়ে নেই। নামী সব আন্তর্জাতিক শিরোপা জয় করেছেন ৩৬ বছর বয়সি মেসি। তাইতো মেসিকে ঘিরে এখন চারিদিকে সুবাতাস বইতে শুরু করেছে।

আর্জেন্টিনার যুব দলের কোচ মাশচেরানো মেসিকে অলিম্পিক দলে চেয়েছেন। অলিম্পিকের প্রেসিডেন্ট থমাস বাখও অলিম্পিকে মেসিকে দেখতে চান বলে জানিয়েছেন। এবার সে দাবিতে সোচ্চার হয়েছেন আর্জেন্টিার জাতীয় দলের খেলোয়াড় থিয়াগো আলমাদা।

মেজর সকার লিগে খেলছেন আলমাদা। ২০২২ সাল থেকে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি। অলিম্পিকের পরিকল্পনা সম্পর্কে বুয়েন্স আয়ার্স থেকে প্রকাশিত স্পোর্টস ম্যাগাজিন ওলেকে দেওয়া এক সাক্ষাতকারে আলমাদা বলেন, আমার এখনো অনেক স্বপ্ন পূরণ হতে বাকি। আমি ইউরোপে খেলতে চাই। সে সঙ্গে নিয়মিত হতে চাই জাতীয় দলে। একই সঙ্গে জয় পেতে চাই। এখন আমাদের অলিম্পিকের বাছাই পর্বের জন্য প্রতিযোগিতা করতে হবে। কোপা আমেরিকা জয়ের চেষ্টা চালাতে হবে।

আলমাদা আরো বলেন, জাতীয় দলের কোচ লিওনের স্ক্যালোনির কোচিং স্টাফ আমার ওপর নজর রাখছে। তাছাড়া আমি সরাসরি হাভিয়ের মাশচেরানোর সঙ্গে কথা বলেছি। আমাকে জিজ্ঞাসা করায় আমি কোনো ইতস্তত করিনি। সরাসরি অলিম্পিক দলে খেলার কথা জানিয়েছি। আমরা ভালো করছি। আমাদের দলটা ভালো, উঁচু মানের খেলোয়াড় রয়েছে আমাদের দলে। আশা করছি আমরা অলিম্পিকে জায়গা করে নিতে পারব। আমাদের সেখানে থাকা উচিত। যদি মেসি সেখানে খেলতে চায় অবশ্যই তাকে স্বাগত জানাতে হবে।