সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৮১টি কোম্পানির মোট ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আজ সোমবার (১৫ জানুয়ারি) ( ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকনফার্মার। কোম্পানিটির ৭ কোটি ৪২ লাখটাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিংকরপোরেশনের ৪ কোটি ৫৬ লাখটাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিপার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
আজ সোমবার (১৫ জানুয়ারি) ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোরমধ্যে- গ্রামীণফোনের ২ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার, বেক্সিমকোর ২ কোটি ২০ লাখ ৮১ হাজার, খানব্রাদার্সের ১ কোটি ৬৮ লাখ ৪২ হাজার, ফাইনফুডসের ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার, একমি পেস্টিসাইডের ৯৩ লাখ ৪৭ হাজার, বীচহ্যাচারির ৯৩ লাখ এবংন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


























