সন্ত্রাস নাশকতা অগ্নিসংযোগ ভোটকেন্দ্র দখলসহ ৩ টি মামলার পলাতক আসামী পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কোমরপুর বাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ পলাশবাড়ী উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ সবুজ বাংলাকে জানান, আব্দুস সামাদ মন্ডল এর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় সন্ত্রাস নাশকতাসহ ৩ টি মামলার গ্রেফতারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোমরপুর বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলেই তাকে গাইবান্ধা জেল কারাগরে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর থেকে দেশে বিএনপির আন্দোলনের সময় পলাশবাড়ীতে হরতাল অবরোধসহ সড়ক মহাসড়কে গাড়ী ভাংচুর,পুলিশের উপর হামলা সাধারণ মানুষকে মারধর করে গুরুতর আহত করার মতো ঘটনার নেতৃত্ব প্রদানকারী ছিলো পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ।

























