১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্বত্তের দেয়া আগুনে পুড়ল নিরীহ শ্রমিকের ঘর

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলাতে রাতের আধারে দুর্বত্তের দেওয়া আগুনে পুরে ছাই হয়ে গেল নিরীহ পরিবহন শ্রমিক হানিফ প্রধানের স্বপ্নের ঘর। কলেজ ও স্কুল পড়ুয়া দুই কন্যা,আড়াই বছরের শিশু ছেলে নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে।
গত শনিবার (২০ জানুয়ারী) রাত ১২রাত ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা দড়িগাঁও উকিল উদ্দিন এর বড় ছেলে অতি সাধারণ পরিবহন শ্রমিক হানিফ মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।
তিনি জানান, রাত ১০টার দিকে স্ত্রী,সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন হঠাৎ ঘুম ভেঙে দেখেন ঘরের তিন পাশে আগুন জ্বলছে, তখন তিনি স্ত্রী,সন্তানদের নিয়ে কোন রকম প্রাণ নিয়ে বাহিরে আসতে পারলেও কোন মালপত্র বের করতে পারেন নাই।
অশ্রুঝরা কন্ঠে তিনি আরো বলেন, আমি কলেজ, স্কুল পড়ুয়া দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে কর্ম করে জীবন যাপন করছি, এখন আমার সব শেষ। স্থানীয় এমপিকে নিয়ে দেয়া এক বক্তব্যে তিনি ভাইরাল হয়েছিলেন, গ্রামের এক প্রভাবশালী বসত ভিটার এই জায়গাটি দখলেরও চেষ্টা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো:রিটু প্রধান হত দরিদ্র শ্রমিক হানিফ এর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের শনাক্তের জোড় দাবি জানান।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মো:রিফাত মল্লিক সবুজ বাংলাকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি, বিষয়টি আমার কাছেও ঝামেলার মনে হয়েছে,তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।
গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো:রাজিব খাঁন সবুজ বাংলাকে বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি,তদন্ত সাপেক্ষে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

দুর্বত্তের দেয়া আগুনে পুড়ল নিরীহ শ্রমিকের ঘর

আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলাতে রাতের আধারে দুর্বত্তের দেওয়া আগুনে পুরে ছাই হয়ে গেল নিরীহ পরিবহন শ্রমিক হানিফ প্রধানের স্বপ্নের ঘর। কলেজ ও স্কুল পড়ুয়া দুই কন্যা,আড়াই বছরের শিশু ছেলে নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে।
গত শনিবার (২০ জানুয়ারী) রাত ১২রাত ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা দড়িগাঁও উকিল উদ্দিন এর বড় ছেলে অতি সাধারণ পরিবহন শ্রমিক হানিফ মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।
তিনি জানান, রাত ১০টার দিকে স্ত্রী,সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন হঠাৎ ঘুম ভেঙে দেখেন ঘরের তিন পাশে আগুন জ্বলছে, তখন তিনি স্ত্রী,সন্তানদের নিয়ে কোন রকম প্রাণ নিয়ে বাহিরে আসতে পারলেও কোন মালপত্র বের করতে পারেন নাই।
অশ্রুঝরা কন্ঠে তিনি আরো বলেন, আমি কলেজ, স্কুল পড়ুয়া দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে কর্ম করে জীবন যাপন করছি, এখন আমার সব শেষ। স্থানীয় এমপিকে নিয়ে দেয়া এক বক্তব্যে তিনি ভাইরাল হয়েছিলেন, গ্রামের এক প্রভাবশালী বসত ভিটার এই জায়গাটি দখলেরও চেষ্টা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো:রিটু প্রধান হত দরিদ্র শ্রমিক হানিফ এর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের শনাক্তের জোড় দাবি জানান।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মো:রিফাত মল্লিক সবুজ বাংলাকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি, বিষয়টি আমার কাছেও ঝামেলার মনে হয়েছে,তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।
গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো:রাজিব খাঁন সবুজ বাংলাকে বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি,তদন্ত সাপেক্ষে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।