৫২টি ভুয়া চালানের মাধ্যমে ১০৮ মেট্রিক টন সরকারি সুলভ মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে চার ওএমএস (ওপেন মার্কেট সেলস) ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩ জানুয়ারী আমি নিজে বাদী হয়ে ওই চার ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মামলাটি তদন্ত কাজ চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
মামলার আসামীরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার মৃত হাজী আমির হোসেনের ছেলে রইচ উদ্দিন (৪২), দ্বাবারিয়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে সাহেব আলী (৫৩), শেরখালী গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহান শাহ (৩৮), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মিজানুর রহমান মজনু (৩৯)।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামী রইচ উদ্দিন, সাহেব আলী, শাহান শাহ ও মিজানুর রহমান মজনু ২০২১-২০২২ অর্থ বছরের ওএমএস খাতে ২৪ মেট্রিক টন চাল ও ২০২২-২০২৩ অর্থ বছরে ৮৪ মেট্রিক টন চাল মোট ৫২টি ভুয়া চালানের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ৩০ লাখ ২৪ হাজার টাকা।
মোট ১০৮ মেট্রিক টন সরকারি সুলভ মূল্যের চাল আত্মসাতের অভিযোগে উল্লেখিত চার ওএমএস (ওপেন মার্কেট সেলস) ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।




















