চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার হাজী জালাল আহমদের পুত্র আবছার উদ্দিন ( ৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়া ইলিয়াস মেম্বার বাড়ির আবদুল কাদেরের পুত্র মো জুবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের পুত্র মো. জাহেদ ( ২৭)।
আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পদুয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল তিন আরোহী মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান সবুজ বাংলাকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
স/মিফা























