বায়ার্ন মিউনিখ সেই দাপুটে ভাবটা হারাচ্ছে কি না সে প্রশ্ন আসতেই পারে। রোববার ঘরোয়া লিগে নিজেদের মাঠেই ওয়ের্ডার ব্রেমেনের কাছে হেরে গেছে তারা। ১-০ গোলে জয় পেয়েছে ব্রেমেন। ফলে বায়ার্ন শিরোপা লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। যদিও ৪১ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। তবে শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা বেড়ে গেছে। দুই দলের পার্থক্য এখন সাত।
পয়েন্টের ব্যবধানটা অবশ্য কমানোর সুযোগ আছে বায়ার্নের সামনে। কেননা বায়ার্ন একটা ম্যাচ কম খেলেছে। ঘরোয়া লিগে বায়ার্ন মিউনিখের এ মৌসুমে এটা দ্বিতীয় হার। অন্যদিকে ২০০৮ সালের পর বায়ার্নের মাঠে এটা ওয়ের্ডারের প্রথম জয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম বায়ার্ন মিউনিখ প্রথমবারের মতো নিজেদের মাঠে গোল করতে ব্যর্থ হলো। গত ৬৫ ম্যাচে এমনটা কখনো হয়নি। ম্যাচের ফলাফল যাই হোক অন্তত একটা গোল পেয়েছে তারা। এ ম্যাচের মতো গোলশূন্য থাকতে হয়নি কখনো।
আগামী বুধবার আবার মাঠে নামবে বায়ার্ন। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিন। ম্যাচে বায়ার্ন মিউনিখের আধিপত্য থাকলে সব মাঝমাঠেই সীমাবদ্ধ ছিল। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। শুধু তাই নয়, সফরকারী দল ২৫ মিনিটের সময় একবার বায়ার্নের জালে বল ফেলেছিল। তবে আক্রমণের শুরুতে ফাউলের অপরাধে গোলটি বাতিল করা হয়। ৫৯ মিনিটে বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় মিচেল ওইসেরের গোল আর বাতিল হয়নি। তার এই গোলই বায়ার্নের হার নিশ্চিত করে দেয়।
স/মিফা


























