টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছোট মনিরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান, কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহী উদ্দিন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















