খাগড়াছড়িতে তেলের ট্যাংকবাহী লরীতে অভিনব পদ্ধতিতে পাচারের সময় চোরাই কাঠ জব্দ করেছে পুলিশ। এ সময় জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে গুইমারার সড়কের পাশ থেকে এসব কাঠ জব্দ করা হয়।
গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিন সবুজ বাংলাকে জানান, গতকাল একটি তেলের ট্যাংকবাহী সড়কের পাশে পড়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তেলের ট্যাংকের ভেতরে রাখা অন্তত ৮ লাখ টাকার কাঠ জব্দ করা হয়। তেলের ট্যাংকে বিশেষ দরজা করে মূল্যবান কাঠ পরিবহন করা হচ্ছিল।
সুলভ দে ও আব্দুল শুক্কর নামে দুই জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
স/মিফা




















