০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিনে সাকিব রাতে মাশরাফি সিলেট পর্ব শুরু আজ

বিপিএলের এবারের আসরে সিলেট পর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় পয়েন্ট তালিকার তিনে থাকা সাকিবের রংপুরের মোকাবিলা করবে ঢাকা পর্বের শীর্ষ দল খুলনা টাইগার্স। ম্যাচের আগে সুখবর রয়েছে রাইডার্স সমর্থকদের জন্য। আজ রংপুরের হয়ে মাঠে দেখা যাবে টাইগার ক্রিকেটের বড় পোস্টারবয় ও মাগুরা-১ সংসদ সদস্য সাকিব আল হাসানকে। চোখের চিকিৎসা শেষে গতকালই দেশে ফিরেছিলেন তিনি। অন্যদিকে দিসের দ্বিতীয় ম্যাচে হোস্ট সিলেটের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল ম্যাচকে ঘিরে দু’দলই অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে। তবে কিছুদিন ধরে চলতে থাকা মাশরাফি ইস্যু যেন সিলেটের মাঠকেও ঘিরে ধরল। তার ইমেজ সংকট নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিলেটের তরুণ পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘মাশরাফি ভাই যোদ্ধা এবং উনি নেতা। আমি ছোটবেলা থেকে উনার খেলা দেখে দেখেই বড় হয়েছি। মাশরাফি ভাই-সাকিব ভাই, উনাদের খেলা দেখে দেখে বড় হয়েছি। আপনি জানেন উনার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে এর পরেও দেশের জন্য খেলে গেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। ’
‘এটা বলব, উনি রোল মডেল আমাদের ক্রিকেটারদের জন্য। বিশেষ করে পেস বোলারদের জন্য। উনি ব্যথাকে ব্যথা হিসেবে কখনোই নেননি। আমরা যারা তরুণ আছি, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক বেশি অনুপ্রেরণা দেয়। উনার মতো নেতা যদি ড্রেসিংরুমে থাকে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ’

সিলেটে আসার পর থেকেই সমর্থকদের দারুণ সাড়া পাচ্ছে স্ট্রাইকার্সরা। গত বছরও গ্যালারিতে সিলেট স্ট্রাইকার্সের জন্য ছিল উপচেপড়া সমর্থন। এ নিয়ে তানজিম সাকিব বলেন, ‘সিলেটে যখনই আমরা খেলতে আসি আমরা অনেক ভালো দর্শক পাই, সমর্থন পাই। অনুপ্রেরণা দেয় এবং আমরা সব সময় সিলেটে সাপোর্ট পেয়ে থাকি। ’

পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা সিলেট ঢাকা পর্বে প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জাকির হাসানের ব্যাটে বড় পুঁজিই পেয়েছিল সিলেট। তবে অগোছালো বোলিংয়ের সঙ্গে বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের। শাহাদাত হোসেন দিপু এবং নাজিবউল্লাহ জাদরানের ব্যাটের সামনে পাত্তাই পায়নি মাশরাফির দল। সিলেটে এসে ঢাকার ভুল করতে চায় না স্বাগতিকরা। এ প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, ‘ঢাকায় যে ভুলগুলো আমরা করেছি, চেষ্টা করব সিলেট পর্বে এসে সেই ভুলগুলো না করতে। সিলেট টিমকে আমি অবশ্যই এগিয়ে রাখব। আমরা যদি দল হয়ে খেলতে পারি, কোনো দলই আমাদের সামনে ব্যাপার না। যেকোনো দলের সাথে জেতার যোগ্যতা আমাদের আছে।’

ঢাকাতে বেশিরভাগ রাতের ম্যাচে বড় রান দেখা গেছে। সিলেটে বেশি শিশির পড়ায় বল ভালোভাবে ব্যাটে আসবে বলে মনে করছেন তানজিম সাকিব। তরুণ এই পেসার জানান, সেই ম্যাচে অনেক রান হবে।

তিনি বলেন, ‘সিলেটে শিশির একটু বেশি পরে। রাতে আমরা কুমিল্লার সাথে ম্যাচ আছে। আশা করি, বল ভালোভাবে ব্যাটে আসবে। ঢাকার উইকেটের থেকে এখানে রান করা সুবিধা হবে। তুলনামূলক গ্রিপ একটু কম হবে। খেলার মধ্যে রান হবে অনেক।’

প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ ম্যাচ জিতে বেশ চনমনে অবস্থায় আছে। গতকাল প্রস্তুতিতে ভলিবল খেলে গা গরম করেছে। আজ সিলেটকে ঘরের মাঠে হারাতে তারাও প্রস্তুত। দিনের প্রথম ম্যাচে বাবরদের শক্তিশালী দলকে হারাতে বেশ আত্মবিশ্বাসী মেজাজে আছে টেবিল টপার খুলনা টাইগার্স।

 

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

দিনে সাকিব রাতে মাশরাফি সিলেট পর্ব শুরু আজ

আপডেট সময় : ০৯:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

বিপিএলের এবারের আসরে সিলেট পর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় পয়েন্ট তালিকার তিনে থাকা সাকিবের রংপুরের মোকাবিলা করবে ঢাকা পর্বের শীর্ষ দল খুলনা টাইগার্স। ম্যাচের আগে সুখবর রয়েছে রাইডার্স সমর্থকদের জন্য। আজ রংপুরের হয়ে মাঠে দেখা যাবে টাইগার ক্রিকেটের বড় পোস্টারবয় ও মাগুরা-১ সংসদ সদস্য সাকিব আল হাসানকে। চোখের চিকিৎসা শেষে গতকালই দেশে ফিরেছিলেন তিনি। অন্যদিকে দিসের দ্বিতীয় ম্যাচে হোস্ট সিলেটের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল ম্যাচকে ঘিরে দু’দলই অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে। তবে কিছুদিন ধরে চলতে থাকা মাশরাফি ইস্যু যেন সিলেটের মাঠকেও ঘিরে ধরল। তার ইমেজ সংকট নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিলেটের তরুণ পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘মাশরাফি ভাই যোদ্ধা এবং উনি নেতা। আমি ছোটবেলা থেকে উনার খেলা দেখে দেখেই বড় হয়েছি। মাশরাফি ভাই-সাকিব ভাই, উনাদের খেলা দেখে দেখে বড় হয়েছি। আপনি জানেন উনার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে এর পরেও দেশের জন্য খেলে গেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। ’
‘এটা বলব, উনি রোল মডেল আমাদের ক্রিকেটারদের জন্য। বিশেষ করে পেস বোলারদের জন্য। উনি ব্যথাকে ব্যথা হিসেবে কখনোই নেননি। আমরা যারা তরুণ আছি, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক বেশি অনুপ্রেরণা দেয়। উনার মতো নেতা যদি ড্রেসিংরুমে থাকে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ’

সিলেটে আসার পর থেকেই সমর্থকদের দারুণ সাড়া পাচ্ছে স্ট্রাইকার্সরা। গত বছরও গ্যালারিতে সিলেট স্ট্রাইকার্সের জন্য ছিল উপচেপড়া সমর্থন। এ নিয়ে তানজিম সাকিব বলেন, ‘সিলেটে যখনই আমরা খেলতে আসি আমরা অনেক ভালো দর্শক পাই, সমর্থন পাই। অনুপ্রেরণা দেয় এবং আমরা সব সময় সিলেটে সাপোর্ট পেয়ে থাকি। ’

পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা সিলেট ঢাকা পর্বে প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জাকির হাসানের ব্যাটে বড় পুঁজিই পেয়েছিল সিলেট। তবে অগোছালো বোলিংয়ের সঙ্গে বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের। শাহাদাত হোসেন দিপু এবং নাজিবউল্লাহ জাদরানের ব্যাটের সামনে পাত্তাই পায়নি মাশরাফির দল। সিলেটে এসে ঢাকার ভুল করতে চায় না স্বাগতিকরা। এ প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, ‘ঢাকায় যে ভুলগুলো আমরা করেছি, চেষ্টা করব সিলেট পর্বে এসে সেই ভুলগুলো না করতে। সিলেট টিমকে আমি অবশ্যই এগিয়ে রাখব। আমরা যদি দল হয়ে খেলতে পারি, কোনো দলই আমাদের সামনে ব্যাপার না। যেকোনো দলের সাথে জেতার যোগ্যতা আমাদের আছে।’

ঢাকাতে বেশিরভাগ রাতের ম্যাচে বড় রান দেখা গেছে। সিলেটে বেশি শিশির পড়ায় বল ভালোভাবে ব্যাটে আসবে বলে মনে করছেন তানজিম সাকিব। তরুণ এই পেসার জানান, সেই ম্যাচে অনেক রান হবে।

তিনি বলেন, ‘সিলেটে শিশির একটু বেশি পরে। রাতে আমরা কুমিল্লার সাথে ম্যাচ আছে। আশা করি, বল ভালোভাবে ব্যাটে আসবে। ঢাকার উইকেটের থেকে এখানে রান করা সুবিধা হবে। তুলনামূলক গ্রিপ একটু কম হবে। খেলার মধ্যে রান হবে অনেক।’

প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ ম্যাচ জিতে বেশ চনমনে অবস্থায় আছে। গতকাল প্রস্তুতিতে ভলিবল খেলে গা গরম করেছে। আজ সিলেটকে ঘরের মাঠে হারাতে তারাও প্রস্তুত। দিনের প্রথম ম্যাচে বাবরদের শক্তিশালী দলকে হারাতে বেশ আত্মবিশ্বাসী মেজাজে আছে টেবিল টপার খুলনা টাইগার্স।

 

 

 

স/মিফা