বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে কালো পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা ।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার(২৬ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারী কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কলেজ মাঠে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা প্রমুখ।




















