কোটচাঁদপুরের সন্তান মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচনে ধর্ম বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয় লাভ করেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন ২০২৪-২০২৫ এ ধর্ম বিষয়ক সম্পাদক পদে বিপুল সংখ্যক ভোটে মোঃ শফিকুল ইসলাম বিজয় লাভ করেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২৪ এ ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাননীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ এনায়েতুর রহিম।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ রেজিস্ট্রার জেনারেল জনাব মোঃ গোলাম রব্বানী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রার জনাব মুন্সি মোঃ মশিয়ার রহমানসহ প্রধান নির্বাচন কমিশনার ।
বিজয়ী শফিকুল ইসলাম বলেন, আপনারা আমাকে যে ভাবে সমর্থন ও দোয়া করেছেন, আমার সাফল্য ও বিজয় সম্পূর্ণ আপনাদের জন্য। আল্লাহ তায়ালা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সকল সন্মানিত কর্মকর্তা ও কর্মচারী ভাই ও বোনদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শফিকুল ইসলামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পোস্ট অফিস পাড়া এলাকায়। বর্তমানে সুপ্রীম কোর্ট জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে কর্মরত আছেন।
স/মিফা























