১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এম্পোলির কাছে হার জুভেন্টাসের

জায়ান্ট ক্লাব জুভেন্টাসের কাছে ধাক্কাই। চার বছরের মধ্যে প্রথমবারের মতো সিরি-এ শিরোপা জয়ে এগিয়ে থাকা জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে রেলিগেশনে থাকা তলানির দল এম্পোলির সঙ্গে। দিনের আরেক ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এসি মিলান।

তুরিনের আলিয়াঁজ এ্যারেনাতে ৭০ মিনিটে টমাসো বালডানজির গোলে এম্পোলি স্বাগতিক জুভেন্টাসকে হতাশা উপহার দেন। এই ড্রয়ে ইন্টার মিলানের থেকে চার পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেছে জুভেন্টাস। দুই ম্যাচ কম খেলে জুভেন্টাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।
মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে ম্যাচের প্রায় ৭০ মিনিটই ১০ জন নিয়ে খেলতে হয়েছে। ১৮ মিনিটে আলবার্তো কেরিকে বিপজ্জনকভাবে ফাউলের অপরাধে আরকাডিয়াস মিলিককে সরাসরি লাল কার্ড দেখানো হলে জুভেন্টাস ১০ জনের দলে পরিণত হয়। এই ড্রয়ে সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের টানা সপ্তম জয়ের ধারা শেষ হলো। আগামী সপ্তাহে সান সিরো সফরে ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে জুভেন্টাসের জন্য এই ম্যাচে জয়টা জরুরি ছিল। এ সম্পর্কে আলেগ্রি বলেছেন, ‘ডার্বি অব ইতালি’ ম্যাচে সব সময়ই দারুণ একটি লড়াই হয়ে থাকে। এই ম্যাচ খেলাটা সব সময়ই অসাধারণ এক অনুভূতি। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। ম্যাচে ফলাফল যাই হোক না কেন তা আগামী ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। আমরা ভালো করার চেষ্টা করব। সেরা দলই ফেবারিট হিসেবে শিরোপা জয় করে।’

৫০ মিনিটে কর্ণার থেকে ডুসান ভøাহোভিচের গোলে জুভেন্টাস এগিয়ে গিয়েছিল। সব ধরনের প্রতিযোগিতায় সার্বিয়ান স্ট্রাইকারের এটি ষষ্ঠ গোল। কিন্তু ২০ মিনিট পর বালডানজির গোলে এম্পোলি সমতা ফেরানোর পর জুভেন্টাস শিবিরে দুঃশ্চিন্তা নেমে আসে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হবার আগেই বালডানজির এম্পোলি ছেড়ে রোমায় যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে।

এই ড্রয়ের পরও অবশ্য এম্পোলি রেলিগেশন জোন থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে ডেভিড নিকোলাসের দল এই মুহূর্তে ১৯তম স্থানে রয়েছে। রেলিগেশন জোনের ঠিক উপরে থাকা কালিয়ারি ও উদিনেসের থেকে এম্পোলি মাত্র এক পয়েন্ট নিচে রয়েছে। আটালান্টার কাছে ২-০ গোলে হেরে উদিনেস টেবিলের ১৬তম স্থানে রয়েছে। এই জয়ে ফিওরেন্টিনাকে পিছনে ফেলে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আটালান্টা।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

এম্পোলির কাছে হার জুভেন্টাসের

আপডেট সময় : ১২:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

জায়ান্ট ক্লাব জুভেন্টাসের কাছে ধাক্কাই। চার বছরের মধ্যে প্রথমবারের মতো সিরি-এ শিরোপা জয়ে এগিয়ে থাকা জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে রেলিগেশনে থাকা তলানির দল এম্পোলির সঙ্গে। দিনের আরেক ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এসি মিলান।

তুরিনের আলিয়াঁজ এ্যারেনাতে ৭০ মিনিটে টমাসো বালডানজির গোলে এম্পোলি স্বাগতিক জুভেন্টাসকে হতাশা উপহার দেন। এই ড্রয়ে ইন্টার মিলানের থেকে চার পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেছে জুভেন্টাস। দুই ম্যাচ কম খেলে জুভেন্টাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।
মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে ম্যাচের প্রায় ৭০ মিনিটই ১০ জন নিয়ে খেলতে হয়েছে। ১৮ মিনিটে আলবার্তো কেরিকে বিপজ্জনকভাবে ফাউলের অপরাধে আরকাডিয়াস মিলিককে সরাসরি লাল কার্ড দেখানো হলে জুভেন্টাস ১০ জনের দলে পরিণত হয়। এই ড্রয়ে সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের টানা সপ্তম জয়ের ধারা শেষ হলো। আগামী সপ্তাহে সান সিরো সফরে ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে জুভেন্টাসের জন্য এই ম্যাচে জয়টা জরুরি ছিল। এ সম্পর্কে আলেগ্রি বলেছেন, ‘ডার্বি অব ইতালি’ ম্যাচে সব সময়ই দারুণ একটি লড়াই হয়ে থাকে। এই ম্যাচ খেলাটা সব সময়ই অসাধারণ এক অনুভূতি। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। ম্যাচে ফলাফল যাই হোক না কেন তা আগামী ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। আমরা ভালো করার চেষ্টা করব। সেরা দলই ফেবারিট হিসেবে শিরোপা জয় করে।’

৫০ মিনিটে কর্ণার থেকে ডুসান ভøাহোভিচের গোলে জুভেন্টাস এগিয়ে গিয়েছিল। সব ধরনের প্রতিযোগিতায় সার্বিয়ান স্ট্রাইকারের এটি ষষ্ঠ গোল। কিন্তু ২০ মিনিট পর বালডানজির গোলে এম্পোলি সমতা ফেরানোর পর জুভেন্টাস শিবিরে দুঃশ্চিন্তা নেমে আসে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হবার আগেই বালডানজির এম্পোলি ছেড়ে রোমায় যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে।

এই ড্রয়ের পরও অবশ্য এম্পোলি রেলিগেশন জোন থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে ডেভিড নিকোলাসের দল এই মুহূর্তে ১৯তম স্থানে রয়েছে। রেলিগেশন জোনের ঠিক উপরে থাকা কালিয়ারি ও উদিনেসের থেকে এম্পোলি মাত্র এক পয়েন্ট নিচে রয়েছে। আটালান্টার কাছে ২-০ গোলে হেরে উদিনেস টেবিলের ১৬তম স্থানে রয়েছে। এই জয়ে ফিওরেন্টিনাকে পিছনে ফেলে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আটালান্টা।

 

 

স/মিফা