০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়কে বেপরোয়া গতির ট্রাকচাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার পারভেজ (৪৫)। তবে ট্রাকটি শনাক্ত বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কের মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার পারভেজ (৪৫) আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমেদের ছেলে। তিনি কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (কেইপিজেড) কর্ণফুলী স্যুজ ইন্ড্রাস্ট্রিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারসহ ৩ জন আলাদা সাইকেলে আনোয়ারা চাতরি চৌমুহনী থেকে কেইপিজেডের দিকে যাচ্ছিলেন। এই সময় একটি দ্রুতগামী ট্রাক আনোয়ার পারভেজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারের ছোটভাই সাদেক জানান, বেপরোয়া ট্রাক আমার ভাইটাকে মেরে চলে গেলো। এখন বড় ভাইয়ের ছোট ছোট ছেলে-মেয়েকে কী বলে সান্ত্বনা দেব, আমার জানা নেই।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার সবুজ বাংলাকে জানান, ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে এসেছি। তবে ট্রাকটি জব্দ করতে পারিনি। টানেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে।

 

 

 

স/মিফা
জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়কে বেপরোয়া গতির ট্রাকচাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার পারভেজ (৪৫)। তবে ট্রাকটি শনাক্ত বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কের মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার পারভেজ (৪৫) আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমেদের ছেলে। তিনি কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (কেইপিজেড) কর্ণফুলী স্যুজ ইন্ড্রাস্ট্রিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারসহ ৩ জন আলাদা সাইকেলে আনোয়ারা চাতরি চৌমুহনী থেকে কেইপিজেডের দিকে যাচ্ছিলেন। এই সময় একটি দ্রুতগামী ট্রাক আনোয়ার পারভেজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারের ছোটভাই সাদেক জানান, বেপরোয়া ট্রাক আমার ভাইটাকে মেরে চলে গেলো। এখন বড় ভাইয়ের ছোট ছোট ছেলে-মেয়েকে কী বলে সান্ত্বনা দেব, আমার জানা নেই।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার সবুজ বাংলাকে জানান, ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে এসেছি। তবে ট্রাকটি জব্দ করতে পারিনি। টানেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে।

 

 

 

স/মিফা