শুক্রবার ০৯ ফেব্রুয়ারী বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে RCC-Student’s Dream Football Tournament/24 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ক্যাসপারস্কি কে নরটন X এলিভেন দল ০৪-০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রাজারহাট কম্পিউটার সেন্টার (আরসিসি) আয়োজিত জমকালো ম্যাচটির উদ্বোধন করেন- আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখা, উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস ছালাম,চেয়ারম্যান, চাকির পশার ইউনিয়ন পরিষদ, অজয় কুমার সরকার, সভাপতি আওয়ামীযুবলীগ চাকির পশার ইউনিয়ন, নাজমুল হুদা,সভাপতি, মটর শ্রমীক ইউনিয়ন রাজারহাট, আব্দুর রফিক, সভাপতি রাজারহাট মডেল প্রেসক্লাব, রুহুল আমীন সহকারী প্রধান শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ রফিকুল ইসলাম ভেন্ডার সাধারন সম্পাদক, দলিল লেখক সমিতি রাজারহাট, রমেশ চন্দ্র রায় সহ-সভাপতি রাজারহাট মডেল প্রেসক্লাব, মোঃ ইয়াছিন আলী প্রোঃ ছাবিনা ডেকোরেটর রাজারহাট, ফারজানা ইয়াছমিন, সহকারী পরিচালক রাজারহাট কম্পিউটার সেন্টার প্রমুখ । উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম রেজা, পরিচালক রাজারহাট কম্পিউটার সেন্টার (আরসিসি)।
শিরোনাম
আরসিসি’র জমকালো আসরের ফাইনাল অনুষ্ঠিত
-
রাজারহাট কুড়িগ্রাম - আপডেট সময় : ০৩:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- ।
- 67
জনপ্রিয় সংবাদ


























