০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস

আগামীকাল ২২ ফেব্রুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। এ বছর বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রমের তেরো বছর পূর্ণ করে চৌদ্দ বছরে পদার্পন করছে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে দক্ষিণবঙ্গের আপামর মানুষের নিরলস প্রচেষ্টা ও ত্যাগ। অপেক্ষার পালা শেষে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে “বরিশাল বিশ্ববিদ্যালয়” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১২ সালে মাত্র ৪টি অনুষদের ৬টি বিভাগের ৪০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি ।

 

প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে আসছে । দিবসটি যথাযথভাবে পালনের জন্য এবছর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১১ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন, সকাল ১১টা ৩০ মিনিটে আনন্দ র‍্যালি, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা এবং বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এবারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ.কে আজাদ চৌধুরী, প্রাক্তন চেয়াম্যান (প্রতিমন্ত্রী), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, সদস্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইয়া।

জনপ্রিয় সংবাদ

জকসু ভোটের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস

আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

আগামীকাল ২২ ফেব্রুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। এ বছর বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রমের তেরো বছর পূর্ণ করে চৌদ্দ বছরে পদার্পন করছে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে দক্ষিণবঙ্গের আপামর মানুষের নিরলস প্রচেষ্টা ও ত্যাগ। অপেক্ষার পালা শেষে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে “বরিশাল বিশ্ববিদ্যালয়” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১২ সালে মাত্র ৪টি অনুষদের ৬টি বিভাগের ৪০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি ।

 

প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে আসছে । দিবসটি যথাযথভাবে পালনের জন্য এবছর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১১ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন, সকাল ১১টা ৩০ মিনিটে আনন্দ র‍্যালি, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা এবং বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এবারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ.কে আজাদ চৌধুরী, প্রাক্তন চেয়াম্যান (প্রতিমন্ত্রী), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, সদস্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইয়া।