প্রায় মাসব্যাপী বিপিএলে গ্রুপপর্বের এক ম্যাচ বাকি থাকতেই চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের চার দল।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে চতুর্থ দল হিসেবে তামিম ইকবালের ফরচুন বরিশাল প্লে অফে খেলা নিশ্চিত করেছে। এর আগে প্লে-অফ নিশ্চিত হয়েছিল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
রাউন্ড রবিন লিগে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। আজ বরিশালের বিপক্ষে হেরে যাওয়ায় ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কুমিল্লা।
আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে এই দুই দল একে অপরের মুখোমুখি হবে।
সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। এই ম্যাচে হারলেও সুযোগ থাকছে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দলের মুখোমুখি হবে।
ফরচুন বরিশাল টেবিলের তিনে আছে। ১২ ম্যাচে ৭ জয়ে তাদের পয়েন্ট ১৪। সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় চারে আছে চট্টগ্রাম। এই দুই দল আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে।
সেখান থেকে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১ মার্চ।
প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরে।
প্লে-অফে কে কার মুখোমুখি ও সূচি
| তারিখ | ম্যাচ | মুখোমুখি |
| ২৬ ফেব্রুয়ারি | এলিমিনেটর | বরিশাল-চট্টগ্রাম |
| ২৬ ফেব্রুয়ারি | প্রথম কোয়ালিফায়ার | রংপুর-কুমিল্লা |
| ২৮ ফেব্রুয়ারি | দ্বিতীয় কোয়ালিফায়ার | এলিমিনেটর জয়ী-প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল |
| ১ মার্চ | ফাইনাল | প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী |

























